IPL 2025: বিদায়ের পরও অরেঞ্জ ও পার্পল ক্যাপ টাইটান্সের! যাঁরা চ্যালেঞ্জ করতে পারেন…
IPL 2025 Purple Cap and Orange Cap: আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান ও উইকেটের জন্য দেওয়া হয় যথাক্রমে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ। এলিমিনেটর ম্যাচে ছিটকে গেলেও দুই ক্যাপই গুজরাট টাইটান্সের প্লেয়ারের দখলে। তাঁদের ছাপিয়ে যেতে পারেন আর কারা? দেখে নেওয়া যাক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রইল বাকি তিন টিম…। আপাতত তাই। ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। গত কাল এলিমিনেটর ম্যাচ হেরে এ বারের মতো বিদায় হয়ে গিয়েছে গুজরাট টাইটান্সের। একদিকে যেমন ট্রফির লড়াই জমে উঠেছে, অন্য দিকে ব্যক্তিগত নৈপুণ্যের লড়াইও। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান ও উইকেটের জন্য দেওয়া হয় যথাক্রমে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ। এলিমিনেটর ম্যাচে ছিটকে গেলেও দুই ক্যাপই গুজরাট টাইটান্সের প্লেয়ারের দখলে। তাঁদের ছাপিয়ে যেতে পারেন আর কারা? দেখে নেওয়া যাক।
এলিমিনেটর ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। অরেঞ্জ ক্যাপ অর্থাৎ সর্বাধিক রানের নিরিখে তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাই সুদর্শন। তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৯ রান। এলিমিনেটর ম্যাচের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব (৬৭৩)। যদিও সাইকে ছাপিয়ে যেতে স্কাইয়ের প্রয়োজন আরও ৮৭ রান। ফাইনালে উঠলে স্কাইয়ের কাছে দুটো ম্যাচ থাকবে সাইকে ছাপিয়ে যাওয়ার। তিন ও চারে শুভমন গিল (৬৫০) ও মিচেল মার্শ (৬২৭) থাকলেও তাঁদের কাছে আর সুযোগ নেই। পঞ্চম স্থানে থাকা বিরাট কোহলির কাছে ম্যাচ বাকি শুধু ফাইনাল। সাইকে ছাপিয়ে যেতে হলে ১৪৬ রান করতে হবে বিরাটকে! ফলে ধরে নেওয়া যায়, অরেঞ্জ ক্যাপের দৌড় মূলত সাই ও স্কাইয়ের মধ্যে।
বোলারদের তালিকা অর্থাৎ পার্পল ক্যাপের লড়াই অবশ্য জমজমাট। লিগ পর্ব অবধি তালিকায় শীর্ষে ছিলেন চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ (২৪)। এলিমিনেটরে হারলেও ২টি উইকেট নিয়ে নুরকে ছাপিয়ে শীর্ষস্থান দখল করেছেন গুজরাট টাইটান্সের পেসার প্রসিধ কৃষ্ণ। তাঁর ঝুলিতে রয়েছে ২৫ উইকেট। প্রসিধকে ছাপিয়ে যাওয়ার চ্যালঞ্জ বড়রকমের।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার জশ হ্যাজলউড ও মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের রয়েছে ২১টি করে উইকেট। ফাইনালে উঠলে বোল্টের হাতে দুটো ম্যাচ। তাতে ৫ উইকেট নিতে হবে। জশের কাছে বাকি শুধু ফাইনাল। ফলে পার্পল ক্যাপ জিততে ফাইনালে ফাইফার নিতে হবে। মুম্বইয়ের তারকা পেসার জসপ্রীত বুমরা এবং পঞ্জাব কিংসের অর্শদীপের রয়েছে ১৮ উইকেট। যে দল ফাইনালে যাবে, দুটি করে ম্যাচ থাকছে।
