AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR vs GT Playing XI IPL 2025: হারলেই ‘অফিসিয়ালি’ বিদায়, আবেগের ম্যাচে জস বাটলার

RR vs GT Preview: ঘরের মাঠে আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্য়ালস। বরং বলা ভালো, দিশেহারা রাজস্থান রয়্যালস নামছে দুরন্ত ছন্দে থাকা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। টিম রিটেনশন থেকে অকশনে টিম গড়া, রাজস্থান রয়্যালস যে নানা ভুল করেছে, এখন অনেকটাই পরিষ্কার।

RR vs GT Playing XI IPL 2025: হারলেই 'অফিসিয়ালি' বিদায়, আবেগের ম্যাচে জস বাটলার
Image Credit: X
| Updated on: Apr 28, 2025 | 2:23 AM
Share

জয়পুর। রাজস্থান রয়্যালসের আসল হোমগ্রাউন্ড। কিন্তু টিমের মধ্যে জয়ই নেই। নিয়মিত ক্যাপ্টেন সঞ্জু স্যামসন শুরুর দিকে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছিলেন। প্রথম তিন ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন রিয়ান পরাগ। চতুর্থ ম্যাচ থেকে ক্যাপ্টেন হিসেবে ফেরেন সঞ্জু। তাতেও যে খুব একটা সমস্যা মিটেছিল তা নয়। দিল্লির বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় ফের চোট পান সঞ্জু। আপাতত কত ম্যাচে পাওয়া যাবে না, বলা কঠিন। গত ম্যাচে আরসিবির কাছে হারের পরই কার্যত প্লে-অফের আশা ছেড়ে দিয়েছিলেন স্টপগ্যাপ ক্যাপ্টেন রিয়ান পরাগ। আর আজ হারলে, সরাসরি বিদায়।

ঘরের মাঠে আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্য়ালস। বরং বলা ভালো, দিশেহারা রাজস্থান রয়্যালস নামছে দুরন্ত ছন্দে থাকা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। টিম রিটেনশন থেকে অকশনে টিম গড়া, রাজস্থান রয়্যালস যে নানা ভুল করেছে, এখন অনেকটাই পরিষ্কার। সবচেয়ে বড় ভুল নিঃসন্দেহে জস বাটলারকে ছেড়ে দেওয়া। যাঁর সিদ্ধান্তেই সেটা হয়ে থাক, রাজস্থানের ব্যর্থতার টার্নিং পয়েন্ট যে এটাই, বলার অপেক্ষা রাখেন। আজ জয়পুরে নামবেন জস বাটলার। কিন্তু গুজরাট টাইটান্সের জার্সিতে। নিঃসন্দেহে তাঁর কাছে আবেগের ম্যাচ। সমর্থকদের কাছে তো অবশ্যই।

রাজস্থান রয়্যালস যে পরিস্থিতিতে রয়েছে, তাতে সব ম্যাচ জিতলেও সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। হয়তো আরও এক দু-দিন দিন প্লে-অফের দৌড়ে ‘সরকারিভাবে’ টিকে থাকবে। কিন্তু হারলে! প্লে-অফের দৌড় থেকে প্রথম দল হিসেবে ছিটকে যাবে। কারণ, টপ ফোরে ইতিমধ্যেই তিনটি দলের ১২ পয়েন্ট রয়েছে। শীর্ষে থাকা আরসিবি রয়েছে ১৪ পয়েন্টে। ফলে রাজস্থান যদি আজকের ম্যাচ হারে এবং বাকি সব ম্যাচেও জেতে ১২ থেকে পেরোতে পারবে না।

টপ সিক্সে যারা রয়েছেন, তারা সব ম্যাচ হারলেও রাজস্থানের উন্নতি সম্ভব নয়। ফলে রাজস্থানের কাছে এখন প্রতিটা ম্যাচই নকআউট। তাতেও প্লে-অফের গ্যারান্টি নেই। কী হতে পারে কম্বিনেশন? গুজরাট টাইটান্স দুর্দান্ত ছন্দে। কম্বিনেশন ভাঙার সম্ভাবনা নেই বলাই ভালো। আর রাজস্থানের ‘সেরা’ কম্বিনেশনেও কোনও লাভ হচ্ছে না। বদলের সম্ভাবনাও ক্ষীণ।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, সন্দীপ শর্মা, জোফ্রা আর্চার, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল

গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ইশান্ত শর্মা