Gautam Gambhir on IPL Retention: আইপিএল নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ, রিটেনশন নিয়ে প্রশ্ন আসতেই গম্ভীরের জবাব…

Oct 31, 2024 | 3:47 PM

কেকেআরের মেন্টর হিসেবে গৌতম গম্ভীর তাঁর দায়িত্ব সফল ভাবে পালন করেছিলেন। পাঁচ মাসেই ছবিটা বদলে গিয়েছে। এখন গৌতম ভারতের হেড কোচ। যে কারণে ভারতীয় ক্রিকেট টিমের উন্নতি কী ভাবে হয়, সেটাতেই ফোকাস তাঁর।

Gautam Gambhir on IPL Retention: আইপিএল নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ, রিটেনশন নিয়ে প্রশ্ন আসতেই গম্ভীরের জবাব...
আইপিএল নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ, রিটেনশন নিয়ে প্রশ্ন আসতেই গম্ভীরের জবাব...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: কেকেআরকে দু’বার ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নাইট শিবিরে তৃতীয় বার ট্রফি আসে সেই গম্ভীরের হাত ধরেই। এ বছরই মেন্টর হিসেবে আইপিএলের সময় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ছিলেন গৌতম। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবং গম্ভীরের মস্তিস্ক কলকাতা নাইট রাইডার্স এ বছর আইপিএল জিতেছে। কেকেআরের মেন্টর হিসেবে গম্ভীর তাঁর দায়িত্ব সফল ভাবে পালন করেছিলেন। পাঁচ মাসেই ছবিটা বদলে গিয়েছে। এখন গৌতম ভারতের হেড কোচ। যে কারণে ভারতীয় ক্রিকেট টিমের উন্নতি কী ভাবে হয়, সেটাতেই ফোকাস তাঁর। আইপিএল নিয়ে কোনও ভাবনা নেই তাঁর মনে। মুম্বই টেস্টের আগে আইপিএল রিটেনশন (IPL Retention) নিয়ে গম্ভীরের কাছে প্রশ্ন আসতেই পরিষ্কার জানান, তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ তিনি।

আজ, বৃহস্পতিবার ১০ টিম আইপিএলের রিটেনশন তালিকা বোর্ডকে জমা দেবে। তার আগে ভারতের হেড কোচকে মুম্বইতে হওয়া প্রেস কনফারেন্সে আইপিএল রিটেনশন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের আগে গৌতম আইপিএল রিটেনশন বলেন, ‘আমি তা নিয়ে এক বিন্দুও ভাবিত নই। আমি আগামিকাল ভারতীয় ক্রিকেট টিমের কী হবে তা নিয়েই আপাতত ভাবছি। আগামিকাল থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তাই এখন সেটা নিয়েই ভাবছি। আইপিএল নিয়ে আমার কোনও আগ্রহ নেই।’

এই খবরটিও পড়ুন

অজি সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচটা জিততে চায় ভারত। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা এই টেস্ট ম্যাচটা জেতার চেষ্টা করব। তা হলে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে একটা জয় আমাদের হবে। আমাদের কাছে ফের একটা সুযোগ কিছু বিশেষ করার। সকলে দেশের হয়ে খেলার সুযোগ পায় না। দেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ খুব কম ক্রিকেটারই পান। কারণ আমরা সকলেই জানি ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করছি।’

Next Article