KKR vs SRH IPL Match Result: শেষ ওভারে রানার প্রতাপে জয়, হতাশ করলেন ২৫ কোটির পেসার!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 23, 2024 | 11:37 PM

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Result, আইপিএল 2024: শেষ বলে হর্ষিত রানা বনাম সানরাইজার্স ক্যাপ্টেন কামিন্স। বাউন্ডারি মারলে সুপার ওভার, ছয় মারলে জয়। ডট বল দিয়ে কেকেআরকে মাত্র ৪ রানে জেতান হর্ষিত রানা। ব্যাটে বলে কেকেআরকে ভরসা দিয়েছেন আন্দ্রে রাসেল। তেমনই ব্যাটিংয়ে অবদান রাখার পর দুর্দান্ত ফিল্ডিং রিঙ্কু সিংয়ের। কিং খানের উপস্থিতি, গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন। ভয় ধরিয়ে জয় হলেও শুরুটা 'ভালো'ই হল নাইট রাইডার্সের।

KKR vs SRH IPL Match Result: শেষ ওভারে রানার প্রতাপে জয়, হতাশ করলেন ২৫ কোটির পেসার!
Image Credit source: IPL

Follow Us

আইপিএলের মিনি অকশনে ঝড় উঠেছিল দুই অজি পেসারকে নিয়ে। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। সানরাইজার্স হায়দরাবাদ রেকর্ড গড়েছিল। ২০.৫০ কোটিতে কামিন্সকে নেয় তারা। কিছুক্ষণ পরই বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় নেয় কেকেআর। কিন্তু দামি বোলার, প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ। স্পেলের প্রথম ২ ওভারে ২২ রান দিয়েছিলেন স্টার্ক। ৩ ওভারে ২৭ রান। ডেথ ওভারে তাঁর থেকে প্রচুর প্রত্যাশা। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন স্টার্ক। প্রথম বলেই বিশাল ছয় ক্লাসেনের। একটা ওয়াইড, ডট বলের পর জোড়া ছক্কা ক্লাসেনের। শেষ বলে আরও একটা ছয় শাহবাজ আহমেদের। ২৪.৭৫ কোটির পেসারের পরিসংখ্যান ৪-০-৫৩-০।

বোর্ডে ২০৮ রানের বিশাল স্কোর। ম্যাচে অ্যাডভান্টেজ ছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও হেনরিখ ক্লাসেন এবং শাহবাজের শেষ দিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ফের বেকায়দায়। শেষ ২ ওভারে ৩৯ রানের লক্ষ্য দাঁড়ায় সানরাইজার্সের। কেকেআরে চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে ছিল ১৮ ওভার শেষে। ম্যাচ যে কোনও দিকেই যেতে পারত। স্টার্কের ওভারের পর সবই যেন সানরাইজার্সের দিকে। হর্ষিত রানার শেষ ওভারে ম্যাচের রং ফের বদল। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল সানরাইজার্সের।

স্টার্ক, কামিন্সদের মতো তারকার মঞ্চে কেকেআরের নায়ক হয়ে উঠলেন তরুণ পেসার হর্ষিত রানা। ১২ রান ডিফেন্ড করতে হত শেষ ওভারে। ছয় মেরে স্বাগত জানান ক্লাসেন। পরের বলে সিঙ্গল। তৃতীয় বলে শাহবাজের উইকেটে ম্যাচের রং কিছুটা বদলায়। চতুর্থ বলে মার্কো জানসেন সিঙ্গল নিয়ে স্ট্রাইক দেন ক্লাসেনকে। ২ বলে ৫ রান সহজ লক্ষ্য। তবে বড় শটের চেষ্টায় ব্যাটের কানায় লাগে বল। শর্ট থার্ডম্যানে অনবদ্য একটা ক্যাচ কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার সূয়াশ শর্মার।

শেষ বলে হর্ষিত রানা বনাম সানরাইজার্স ক্যাপ্টেন কামিন্স। বাউন্ডারি মারলে সুপার ওভার, ছয় মারলে জয়। ডট বল দিয়ে কেকেআরকে মাত্র ৪ রানে জেতান হর্ষিত রানা। ব্যাটে বলে কেকেআরকে ভরসা দিয়েছেন আন্দ্রে রাসেল। তেমনই ব্যাটিংয়ে অবদান রাখার পর দুর্দান্ত ফিল্ডিং রিঙ্কু সিংয়ের। কিং খানের উপস্থিতি, গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন। ভয় ধরিয়ে জয় হলেও শুরুটা ‘ভালো’ই হল নাইট রাইডার্সের। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩ উইকেট হর্ষিতের।

Next Article