
বৃষ্টি পিছু ছাড়েনি দিল্লি ক্যাপিটালসের। গত ম্যাচে হায়দরাবাদের মাঠে বৃষ্টিই তাদের বাঁচিয়ে দিয়েছিল। ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচটা বৃষ্টিতে পণ্ড না হলে হার কার্যত নিশ্চিত ছিল। পয়েন্ট ভাগ হওয়ায় টিকে ছিল দিল্লি ক্যাপিটালস। ধরমশালাতেও ধাওয়া করল বৃষ্টি। যার জেরে ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু হয় অনেক দেরিতে। কিন্তু তাতেও বাধা। পঞ্জাব কিংস ইনিংসের মাঝপথ পেরোতেই স্টেডিয়ামে বিদ্যুৎ সমস্যা। বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর জানানো হয়, ফ্লাড লাইট সমস্যার কারণে ম্যাচ স্থগিত করে দেওয়া হল। দু-দলই এক পয়েন্ট করে পাবে।
হোম গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। তাদের আরও একটা ম্যাচ অর্থাৎ কলকাতায় ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল। ফলে এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবলে জায়গা শক্তিশালী করাই টার্গেট ছিল। প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী পারফরম্যান্স পঞ্জাব কিংস ওপেনারদের। প্রিয়াংশ আর্য-প্রভসিমরন সিংয়ের ওপেনিং জুটিতেই ওঠে ১২২ রান। অবশেষে ৩৪ বলে ৭০ রানে ফেরেন প্রিয়াংশ আর্য।
ক্রিজে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তাঁর ব্যাটিংয়ের আগেই ফ্লাডলাইট সমস্যা। পুরো এলাকার বিদ্যুতের সমস্যা বলে জানানো হয়। যে কারণে ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমালকে দেখা যায়, তিনি মাঠের দর্শকদের অনুুরোধ করছেন চলে যাওয়ার জন্য। দ্রুত স্টেডিয়াম খালি করে দেওয়া হয়। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট টেবলে চাপে পড়ল দিল্লি ক্যাপিটালস।