IPL 2025: আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা কী চায়? মিটিংয়ে বোর্ডকে নানা ‘অনুরোধ’

Indian Premier League: অনেক প্রাক্তন ক্রিকেটার এর মধ্যে ইতিবাচক দিক দেখতে পেয়েছেন, আবার অনেকের মতে, এই নিয়মের ফলে গুরুত্ব কমেছে অলরাউন্ডারদের। আগামী আইপিএলের রূপরেখা কী হবে, এই নিয়েই বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। কী হল সেই মিটিংয়ে?

IPL 2025: আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা কী চায়? মিটিংয়ে বোর্ডকে নানা 'অনুরোধ'
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 4:56 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমে হতে চলেছে মেগা অকশন। আর এই নিয়েই যত আলোচনা। কতজন প্লেয়ার রিটেন করা যাবে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকবে কিনা, এমন নানা প্রসঙ্গই রয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে ইতিবাচক-নেতিবাচক দুই মন্তব্যই পাওয়া গিয়েছে। অনেক প্রাক্তন ক্রিকেটার এর মধ্যে ইতিবাচক দিক দেখতে পেয়েছেন, আবার অনেকের মতে, এই নিয়মের ফলে গুরুত্ব কমেছে অলরাউন্ডারদের। আগামী আইপিএলের রূপরেখা কী হবে, এই নিয়েই বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। কী হল সেই মিটিংয়ে?

দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল চান, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দেওয়া হোক। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্যা মারান অনুরোধ করেন, অন্তত সাত প্লেয়ারকে রিটেন করার নিয়ম হোক। প্রতি পাঁচ বছর অন্তর মেগা অকশন হওয়া উচিত কিনা, এই নিয়েও মতভেদ রয়েছে।

বোর্ডের কার্যালয়ে এই মিটিংয়ে নানা বিষয়েই আলোচনা হয়েছে। বিশেষ করে কতজন প্লেয়ার রিটেন করা যাবে এবং রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার নিয়ে আলোচনা বেশি। গত অকশনে RTM কার্ড ব্যবহারের নিয়ম ছিল না। এই নিয়ম ফেরানোর কথাই বলেছেন অনেকে। পাশাপাশি তরুণ প্লেয়ারদের জন্য বিশেষ ইনসেভটিভের কথাও আলোচনা হয়েছে।

ভারতীয় বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে যে বিষয়গুলি অনুরোধ করা হয়েছে, তার মধ্যে তিনটি বিষয় গভর্নিং কাউন্সিল মিটিংয়ে আলোচনা হবে। বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজির এই মিটিংয়ে ছিলেন শাহরুখ খান (কেকেআর), মনোজ বাদালে, রঞ্জিৎ বার্থাকুর (রাজস্থান রয়্যালস), পার্থ জিন্দাল, কিরণ গান্ধী (দিল্লি ক্যাপিটালস), রূপা গুরুনাথ ও কাশী বিশ্বনাথন (সিএসকে), প্রথমেশ মিশ্র ও রাজেশ মেনন (আরসিবি), সঞ্জাব গোয়েঙ্কা ও শাশ্বত গোয়েঙ্কা (লখনউ সুপার জায়ান্টস), নেস ওয়াদিয়া (পঞ্জাব কিংস), অমিত সোনি (গুজরাট টাইটান্স)। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আকাশ অম্বানি ভার্চুয়ালি ছিলেন বলে সূত্রের খবর।