IPL 2022 Orange Cap: তিন ক্যাপ্টেন প্রথম ৫-এ, তবুও অরেঞ্জ ক্যাপের মালিক জস বাটলার

আইপিএল-২০২২ এর ৩০টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...

IPL 2022 Orange Cap: তিন ক্যাপ্টেন প্রথম ৫-এ, তবুও অরেঞ্জ ক্যাপের মালিক জস বাটলার
IPL 2022 Orange Cap: তিন ক্যাপ্টেন প্রথম ৫-এ, তবুও অরেঞ্জ ক্যাপের মালিক জস বাটলারImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 10:00 AM

মুম্বই: সোমবার আইপিএলের (IPL 2022) ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পিঙ্ক আর্মি জস বাটলারের সেঞ্চুরিতে ভর করে ২১৮ রানের পাহাড়প্রমাণ টার্গেট দিয়েছিল নাইটদের। কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স লড়াই করেও জেতাতে পারেননি দলকে। এবং চলতি আইপিএলে এখনও অবধি ২টি সেঞ্চুরি করে বর্তমানে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলারই। তবে এই তালিকায় প্রথম ৫-এ ঢুকে পড়েছেন নাইট নেতাও। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৩০টি ম্যাচ হয়েছে।

আইপিএল-২০২২ এর ৩০টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

  1.  সোমবার শ্রেয়সের কেকেআরের বিরুদ্ধে নেমেছিল সঞ্জুর রাজস্থান। সেই ম্যাচে ৬১ বলে ১০৩ রানের চোখধাঁধানো ইনিংস উপাহর দেন বাটলার। আর তার পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থানই ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ৬টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৩৭৫ রান।
  2. সোমবার কেকেআর হারলেও কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে উঠে এসেছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রাজস্থানের বিরুদ্ধে ৫১ বলে ৮৫ রান করেন শ্রেয়স। সেই সুবাদে এই আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচে খেলে মোট ২৩৬ রান করেছেন শ্রেয়স।
  3.  কমলা টুপির দৌড়ে তিন নম্বরে নেমে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ৬টি ম্যাচে লোকেশ রাহুল করেছেন ২৩৫ রান।
  4. অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি খেললেনি। এখনও অবধি চলতি আইপিএলের ৫টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ২২৮ রান।
  5. কমলা টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সিএসকের অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। এখনও অবধি এ বারের আইপিএলের ৬টি ম্যাচে খেলে ২২৬ রান করেছেন শিবম। যার মধ্যে সর্বোচ্চ রান ৯৫*।

আরও পড়ুন: IPL 2022 Points Table: জেনে নিন নাইটদের হারের হ্যাটট্রিকের পর পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: IPL 2022 LSG vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

আরও পড়ুন: IPL 2022: বাটলারের সেঞ্চুরি, চাহালের ফাইফারে নাইটবধ রাজস্থানের