AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: লন্ডনে জন্ম, বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান কি ব্রিটিশ নাগরিক?

Virat Kohli-Anushka Sharma Son: গত ১৫ ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার জীবনে আরও একটা উচ্ছ্বাসের মুহূর্ত এসেছে। যদিও পাঁচ দিন পর তাঁরা ঘোষণা করেন পুত্র সন্তানের জন্মের কথা। নামও প্রকাশ করেন। অকায়। জন্ম হল লন্ডনে। তা হলে কি জন্মসূত্রে বিরাট-অনুষ্কার পুত্র ব্রিটিশ নাগরিক? এই জল্পনা চলছে। ভাবনাটা অমূলক নয়। লন্ডনে সম্পত্তিও রয়েছে বিরাট কোহলির। কালে ভদ্রে সেখানে থাকেনও। সে কারণেই এমন একটা জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি তাহলে কী?

Virat Kohli: লন্ডনে জন্ম, বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান কি ব্রিটিশ নাগরিক?
Image Credit: INSTAGRAM
| Updated on: Feb 25, 2024 | 12:08 AM
Share

দেশের মাটিতে চলছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। রাঁচিতে চতুর্থ টেস্টে ব্যাকফুটে ভারত। সিরিজে একাধিক সমস্যা রয়েছে ভারতীয় টিমে। পাঁচ ম্যাচের সিরিজ। প্রাথমিক ভাবে দুটি টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে নাম ছিল বিরাট কোহলির। যদিও পরে ব্যক্তিগত কারণে ছুটি নেন বিরাট। মনে করা হয়েছিল, সিরিজের বাকি তিন ম্যাচে পাওয়া যাবে কিং কোহলিকে। সেটাও হয়নি। শেষ ম্যাচে ফিরবেন কিনা, এখনও নিশ্চিত নয়। বিরাট কোহলি যে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন, এখন আর অজানা নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

গত ১৫ ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার জীবনে আরও একটা উচ্ছ্বাসের মুহূর্ত এসেছে। যদিও পাঁচ দিন পর তাঁরা ঘোষণা করেন পুত্র সন্তানের জন্মের কথা। নামও প্রকাশ করেন। অকায়। জন্ম হল লন্ডনে। তা হলে কি জন্মসূত্রে বিরাট-অনুষ্কার পুত্র ব্রিটিশ নাগরিক? এই জল্পনা চলছে। ভাবনাটা অমূলক নয়। লন্ডনে সম্পত্তিও রয়েছে বিরাট কোহলির। কালে ভদ্রে সেখানে থাকেনও। সে কারণেই এমন একটা জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি তাহলে কী?

ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি একটু বুঝে নেওয়া যাক। অনেকে মনে করলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পাবে না অকায়। ক্রীড়া ওয়েবসাইট স্পোর্টস তক বিষয়টি আরও পরিষ্কার করেছে। যুক্তরাজ্যে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী, কেউ সেখানে জন্মালেই নাগরিক হচ্ছেন না। বাবা-মায়ের মধ্যে অন্তত কোনও একজনের ব্রিটিশ নাগরিকত্ব থাকতে হবে। অথবা দীর্ঘ সময় সে দেশে বসবাস করে থাকলে, সে ক্ষেত্রে নাগরিকত্ব মিলতে পারে। বিরাট কিংবা অনুষ্কা, কেউই সে দেশে স্থায়ীভাবে বাস করেন না।

উল্টো দিক থেকে ভাবা যাক। কোনও ব্রিটিশ প্যারেন্ট যদি যুক্তরাজ্যের বাইরে সন্তান প্রসব করেন, সেই সন্তান বাবা-মায়ের নাগরিকত্বের জন্য ব্রিটিশ নাগরিক হবেন। বিরাট-পুত্র অকায় তা হলে কোন দেশের নাগরিক? লন্ডনে জন্ম হলেও সে ভারতীয় নাগরিক। তবে তার যুক্তরাজ্যের পাসপোর্ট থাকবে।