Ishan Kishan: টি-২০ স্টাইলে টেস্টে হাফসেঞ্চুরি হাঁকানো ঈশানকে কী পরামর্শ দিয়েছিলেন রোহিত শর্মা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 25, 2023 | 4:03 PM

India vs West Indies: ডমিনিকা টেস্টে জয়। পোর্ট অব স্পেনে ড্র। এর ফলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে রোহিত শর্মার ভারত।

Ishan Kishan: টি-২০ স্টাইলে টেস্টে হাফসেঞ্চুরি হাঁকানো ঈশানকে কী পরামর্শ দিয়েছিলেন রোহিত শর্মা?
Ishan Kishan: টি-২০ স্টাইলে টেস্টে হাফসেঞ্চুরি হাঁকানো ঈশানকে কী পরামর্শ দিয়েছিলেন রোহিত শর্মা?

Follow Us

পোর্ট অব স্পেন: অভিষেক ম্যাচ, অভিষেক সিরিজ… আর তাতে জয়, সকল ক্রিকেটারের কাছে তা চিরস্মরণীয় হয়ে থাকে। যেমন থাকবে ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমারদের। তরুণ ক্রিকেটারদের উপর ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে সিরিজে আস্থা রেখেছিল রোহিত শর্মা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ঈশান কিষাণ (Ishan Kishan) যে ভাবে হাফসেঞ্চুরি করেছেন, তা অনেক ক্রিকেট প্রেমীকে মনে করিয়েছেন ঋষভ পন্থের কথা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ঈশান কিষাণ জানান, ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তরুণ ক্রিকেটারদের উপর ঠিক কতটা ভরসা করেন। এবং ঈশান জানান তিনি ব্যাট করতে যাওয়ার সময় রোহিত তাঁকে একটিই পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঈশান কিষাণ জানান, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে যাওয়ার সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁকে বলেছিলেন, ‘নিজের মতো খেলো। নিজের ইনিংস তুমি নিজে সাজাও। কে কী বলল সেটা ভেবো না।’ ঈশানের কথায়, কোনও অধিনায়ক যখন এই ধরণের ভরসা এক তরুণ ক্রিকেটারকে দিতে পারেন, তা সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয় ওই তরুণ ক্রিকেটারকে। টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ আরও বলেন, ‘রোহিত শর্মা অভিজ্ঞ ক্যাপ্টেন। ক্রিকেটারদের কীভাবে তাঁদের কমফোর্ট জোনে রাখতে হয়, তা তিনি ভালোভাবেই জানেন।’

ক্যারিবিয়ান সফরে টেস্টে অভিষেক হওয়া ঈশান কিষাণ টিম ইন্ডিয়ার ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর টুইট করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই সিরিজটা আমি কখনও ভুলব না। দেশের জার্সিতে টেস্ট অভিষেক হল। একগুচ্ছ স্মৃতি তৈরি হল।’

টেস্টে খেলার সুযোগ পাওয়ার জন্য অনেক ক্রিকেটারকে প্রচুর অপেক্ষা করতে হয়। এই নিয়ে ঈশান বলেন, ‘আমি মনে করি প্রত্যেক ব্যক্তি আলাদা। কারও কারও জন্য এটা হতাশাজনক হতে পারে। তবে কেউ কেউ এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেন। হয়তো আমি আগে এত ভালো পারফর্ম করিনি এবং সেই জন্যই আমি সুযোগ পাচ্ছিলাম না।’ তিনি আরও বলেন, ‘আমি একটি একটি ম্যাচ ধরে খেলার ব্যাপারে বিশ্বাসী। একটা পাঁচ দিনের খেলায় মানসিক ও শারীরিক দিক থেকে চ্যালেঞ্জ থাকে। পরের কথা বেশি না ভেবে আমি যে ম্যাচ খেলছি, তাতে ফোকাস করার চেষ্টা করি। কিপিং হোক বা ব্যাটিং সব সময় আমি আমার অধিনায়ককে কীভাবে সাহায্য করতে পারি সেদিকে নজর রাখি।’