AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs England 2021: ওভাল টেস্টে অনিশ্চিত ইশান্ত, দলে ফিরতে পারেন অশ্বিন

হেডিংলেতে ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্টে (3rd Test) ইনিংসে ও ৭৬ রানে হারার পর টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশ নিয়ে বিরাট কোহলি (Virat Kohli) ও টিম ম্যানেজমেন্টকে ভাবার কথা বলেছেন বিশেষজ্ঞমহলের একাংশ।

India vs England 2021: ওভাল টেস্টে অনিশ্চিত ইশান্ত, দলে ফিরতে পারেন অশ্বিন
India vs England 2021: ওভাল টেস্টে অনিশ্চিত ইশান্ত, দলে ফিরতে পারেন অশ্বিন
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 3:07 PM
Share

লিডস টেস্টে (Leeds Test) বল হাতে ভারতের সিনিয়র পেসার ইশান্ত শর্মার (Ishant Sharma) প্রাপ্তি শুধুই হতাশা। তৃতীয় টেস্টে ২২ ওভার বল করে ৯২ রান দিলেও উইকেট অধরা। যার জেরেই ওভাল টেস্টে (Oval Test) ইশান্তের উপস্থিতি আপাতত অনিশ্চিত। হেডিংলেতে ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্টে (3rd Test) ইনিংসে ও ৭৬ রানে হারার পর টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশ নিয়ে বিরাট কোহলি (Virat Kohli) ও টিম ম্যানেজমেন্টকে ভাবার কথা বলেছেন বিশেষজ্ঞমহলের একাংশ। রুটদের (Joe Root) বিরুদ্ধে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) একদিনও খেলানো হয়নি। ওভাল টেস্টেই বল হাতে ফিরতে পারেন অশ্বিন। উপরি পাওনা প্রয়োজনে ব্যাট হাতেও দলকে সাপোর্ট করা।

লিডস টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয় হলেও ভারতীয় বোলারা রুটদের সেভাবে আটকাতে পারেননি। যার ফলেই রানের পাহাড়ে (৪৩২ রান) পৌঁছে যায় রুটব্রিগেড। সামি-বুমরা-সিরাজরা উইকেট পেলেও শিকে ছেঁড়েনি ইশান্তের। ম্যাচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি ইশান্ত শর্মার বোলিং পারফরম্যান্স নিয়ে মুখ না খুললেও, ওভাল টেস্টে ভারতের বোলিং বিভাগে পরিবর্তন আসতে পারে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

নটিংহ্যাম টেস্টে না খেললেও লডস ও লিডস টেস্ট মিলিয়ে মোট ৫৬ ওভার বল করেছিলেন ভারতীয় পেসার ইশান্ত। তবে উইকেট প্রাপ্তিটা খুব একটা আহামরি নয়। দুই টেস্ট মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছে মাত্র ৫টি উইকেট। সিরিজ এখন ১-১ ফলে দাঁড়িয়ে। ওভাল টেস্টে বিরাটরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চোট খুব একটা গুরুতর না হলেও, তাঁকে দলে না নিয়ে তাঁর বদলে অশ্বিনকে দলে নিতে পারেন কোহলিরা। তিনি বেশ ভালো ফর্মে রয়েছেন। তাঁকে খেলানো হলে ওভালে সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় কোহলি ও টিম ম্যানেজমেন্ট এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: India vs England 2021: সিরিজের বাকি দুই টেস্টে নেই জস বাটলার