Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR: ‘পিচ নিয়ে একেবারেই…’, অজিঙ্ক রাহানের সৎ স্বীকারোক্তি

MI VS KKR, Ajinkya Rahane: দুর্দান্ত লড়াই দেখার প্রত্যাশায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু কোথায় কী! ঘরের মাঠে একপেশে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। পিচই কি ডোবাল কলকাতা নাইট রাইডার্সকে? ম্যাচ শেষে সৎ স্বীকারোক্তি নাইট রাইডার্সের ক্য়াপ্টেন অজিঙ্ক রাহানের। কী বলছেন ক্যাপ্টেন?

IPL 2025, KKR: 'পিচ নিয়ে একেবারেই...', অজিঙ্ক রাহানের সৎ স্বীকারোক্তি
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 11:20 PM

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটারদের দাপট। চার-ছয়ের বন্যা। বোলারদের জন্য কিস্য়ু নেই। আইপিএলে তো আরও বেশি করে এমনই দেখা যায়। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা গেল অন্য চিত্র। বোলারদের দাপট। পেস হোক বা স্পিন, কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি দিশাহীন। সুইং, পেস, টার্ন কী নেই পিচে! একটা দুর্দান্ত লড়াই দেখার প্রত্যাশায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু কোথায় কী! ঘরের মাঠে একপেশে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। পিচই কি ডোবাল কলকাতা নাইট রাইডার্সকে? ওয়াংখেড়ে তো কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানেরও ঘরের মাঠ! তিনি এখানকার পিচ-পরিস্থিতি সম্পর্কে খুবই ভালো জানেন। ম্যাচ শেষে সৎ স্বীকারোক্তি নাইট রাইডার্সের ক্য়াপ্টেন অজিঙ্ক রাহানের। কী বলছেন ক্যাপ্টেন?

হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। টপ অর্ডারে অনবদ্য ইনিংস খেলেছিলেন কুইন্টন ডিকক। অসুস্থতা থেকে মুম্বই ম্যাচে ফিরেছিলেন সুনীল নারিনও। কিন্তু ওয়াংখেড়েতে কোনও ফাইট দেখা গেল না। প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রানেই অলআউট কেকেআর। জবাবে ৮ উইকেটের বড় জয় মুম্বই ইন্ডিয়ান্সের।

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্য়ানেলে কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে বলেন, ‘এখানে কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। ব্যাটিংয়ের জন্য খুবই ভালো পিচ। বাউন্সও ছিল। আর সেটার সঙ্গে মোকাবিলা করতে হত। সার্বিক ব্যাটিং ব্য়র্থতাই হারের কারণ। বোলারদের লড়াই করার মতো স্কোর দিতে পারিনি। পার্টনারশিপ হয়নি। এই পিচে ১৮০-১৯০ করতে পারলে ম্যাচটা অন্যরকম হত। পিচ নিয়ে দোষারোপ করার কোনও ব্যাপার নেই। আমরা ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছি।’

বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়েতে রাহানে আরও যোগ করেন, ‘আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। পাওয়ার প্লে-তেই চার উইকেট। এরপর ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। এমন একজন প্রয়োজন ছিল, যে শেষ অবধি একটা দিক আগলে রাখতে পারবে। এই ম্যাচে সেটা হয়নি। দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’