IND vs ENG: রোহিতদের হারাতে চমক স্টোকসের, ইংল্যান্ডের প্রথম দলে ‘বাবা’ ও ‘ছেলে’!
বিশাখাপত্তনমের পিচে ঘূর্ণী থাকবে। তবে যা রিপোর্ট মিলছে, তাতে প্রথম দিন থেকেই বল ঘুরবে না। ঘুরবে দ্বিতীয় দিন লাঞ্চের পর থেকে। আর তাই স্পিনারদের পাশাপাশি পেস বোলারদের জন্যও থাকবে কিছু মশলা। আর তাই রোহিত শর্মার টিমকে দ্বিতীয় টেস্টেও হারাতে অন্য ছক সাজাচ্ছে ইংল্যান্ড।
কলকাতা: দ্বিতীয় টেস্টের আগে প্রথম দল ঘোষণা করে দিল ইংল্যান্ড (England)। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতে মনোবল তুঙ্গে বেন স্টোকসের টিমের। ১২ বছর আগে এই ভারতেই ২-১ টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেই স্বপ্নও এ বারের সফরেও দেখছে ব্রেন্ডন ম্যাকালামের টিম। তা যে সহজ হবে না, খুব ভালো করেই জানেন। বিশাখাপত্তনম টেস্টে পাল্টা আঘাত হানার চেষ্টা করবে ভারত (India), তাও জানা। রোহিত শর্মার টিমকে থামানোর জন্য, সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার জন্য পাল্টা নতুন পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে ইংল্যান্ড।
বিশাখাপত্তনমের পিচে ঘূর্ণী থাকবে। তবে যা রিপোর্ট মিলছে, তাতে প্রথম দিন থেকেই বল ঘুরবে না। ঘুরবে দ্বিতীয় দিন লাঞ্চের পর থেকে। আর তাই স্পিনারদের পাশাপাশি পেস বোলারদের জন্যও থাকবে কিছু মশলা। আর তাই রোহিত শর্মার টিমকে দ্বিতীয় টেস্টেও হারাতে অন্য ছক সাজাচ্ছে ইংল্যান্ড। অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে ফেরানো হচ্ছে টিমে। মার্ক উড খেলেছিলেন প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে খেলবেন অ্যান্ডারসন। এর আগেও ভারত সফরে এসে টেস্ট সিরিজ খেলেছেন। ২০১২ সালে সিরিজ জেতা টিমের অন্যতম সদস্যও ছিলেন। রিভার্স সুইংয়ের মাস্টার জিমিকেই তাই খেলানো হচ্ছে। আর খেলছেন শোয়েব বশির। বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে খেলবেন লেগস্পিনার বশির। বিশাখাপত্তনমে অভিষেক হতে চলেছে তাঁর।
জিমির বয়স প্রায় ৪২। আর বশিরের ২০। ইংল্যান্ড টিমে কার্যত বাবা-ছেলে কম্বিনেশন বলা যেতেই পারে। ২১ বছর আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল জিমির। ১৮৪তম টেস্ট খেলতে নামবেন তিনি। কিন্তু বিয়াল্লিশেও অসম্ভব ধারাবাহিক অ্যান্ডারসন। পেস বোলার হিসেবে ৬৯০ উইকেট বিরাট প্রাপ্তি। বশির সেখানে প্রথম নামবেন ইংল্যান্ডের হয়ে। ২০ বছর বয়স যেমন, মাত্র ১০টা প্রথম শ্রেণির উইকেট তাঁর অ্যাকাউন্টে। খেলেছেন ৬টা ম্যাচ। এত দ্রুত কেউ ইংল্যান্ড টিমে সম্প্রতি সুযোগ পেয়েছেন কিনা, সন্দেহ। ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা বশির পাকিস্তানজাত। সেই তাঁরই কখনও পেস বোলিং করার ইচ্ছে হয়নি। বরং শুরু থেকেই লেগস্পিনার হতে চেয়েছিলেন। ইংল্যান্ড টিমের ‘বাবা’ ও ‘ছেলে’ই কি ফারাক গড়ে দেবেন?
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ – জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।