AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah: বুমরা হয়তো খেলতেই… IPL এর আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের

MI, IPL 2025: ২২ মার্চ ১৮তম আইপিএলের (IPL) বোধন। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরের চাপ বাড়ল। কারণ, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বুমরা। তিনি কি খেলতে পারবেন না এ বারের আইপিএলে? তাঁকে ঘিরে বাড়ছে আশঙ্কা।

Jasprit Bumrah: বুমরা হয়তো খেলতেই... IPL এর আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের
বুমরা হয়তো খেলতেই... IPL এর আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সেরImage Credit: PTI
| Updated on: Mar 08, 2025 | 12:47 PM
Share

কলকাতা: কেমন আছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে এই প্রশ্ন উঠছে বারবার। তাঁকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলল টিম ইন্ডিয়া। রবিবার ভারতীয় টিম টুর্নামেন্টের ফাইনালে খেলবে। এরপর শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২২ মার্চ ১৮তম আইপিএলের (IPL) বোধন। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরের চাপ বাড়ল। কারণ, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বুমরা। বেঙ্গালুরুর এনসিএতে কয়েকদিন আগেই বোলিং করেছিলেন বুমরা। তবে পুরোদস্তুর ফর্মে ফিরতে তাঁর আরও সময় লাগবে বলেই জানা গিয়েছে। একইসঙ্গে উঠে আসছে এ খবরও যে, আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না বুমরা। কবে তা হলে বুমরাকে আইপিএলে অ্যাকশনে দেখা যাবে?

টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব পর্ব কাটাচ্ছেন বুমরা। পিঠের চোটের কারণে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি। এ বার আইপিএলের প্রথম দুই সপ্তাহও হয়তো তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স টিম থেকে দূরে থাকতে হবে।

বোর্ডের এক সূত্র বুমরাকে নিয়ে বলেছেন, “বুমরার মেডিক্যাল রিপোর্ট ঠিক আছে। তিনি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে বোলিং শুরু করেছেন। আইপিএলের শুরুর দিকে মনে হয় না তিনি পুরোদস্তুর বোলিং শুরু করতে পারবেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এপ্রিলের প্রথম সপ্তাহে ও মাঠে ফিরতে পারবে।”

ওই সূত্রের কথা অনুযায়ী, তা হলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শুরুর তিন-চারটে ম্যাচ হয়তো খেলতে পারবেন না। বুমরা পুরোদস্তুর বোলিং শুরু করেননি। বোর্ডের নিকট সূত্র বলেছেন, “মেডিক্যাল টিম ধীরে ধীরে বুমরার কাজের চাপ এবং তীব্রতা বাড়িয়ে তুলবে। যদি তিনি কিছু দিনের মধ্যে কোনও অস্বস্তি ছাড়া পুরোদমে বোলিং করতে পারেন, তা হলে মেডিক্যাল টিম তাঁকে গ্রিন সিগন্যাল দেবে। আর তিনি পুরো দস্তুর বোলিং করতে গিয়ে যদি অস্বস্তিতে পড়েন, তা হলে মেডিক্যাল টিম তাঁকে হয়তো এখনও ছাড়বে না।”