IPL 2025, MI vs CSK: হার্দিক পান্ডিয়া নেই! মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব কে দেবেন? নজরে তিন…

Mumbai Indians IPL 2025 Captain: দ্বিতীয় দিন ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে ধামাকা। মাঠে নামছেন 'আনক্যাপড' মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

IPL 2025, MI vs CSK: হার্দিক পান্ডিয়া নেই! মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব কে দেবেন? নজরে তিন...
Image Credit source: PTI FILE

Feb 17, 2025 | 9:45 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা হয়ে গিয়েছে গতকালই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের আইপিএল। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে। দ্বিতীয় দিন ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে ধামাকা। মাঠে নামছেন ‘আনক্যাপড’ মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কে?

আইপিএলের মেগা অকশনের পরই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, তাদের ক্যাপ্টেন থাকছে হার্দিক পান্ডিয়াই। কিন্তু গত আইপিএলে তিন ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে এক ম্যাচের জন্য় নির্বাসিত করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। ফলে মুম্বইয়ের এ মরসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। তাঁর অনুপস্থিতিতে কে নেতৃত্ব দিতে পারেন, এই নিয়ে তিনটে নাম ঘুরছে।

মুম্বই ইন্ডিয়ান্সকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্বেই আইপিএলে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও গত মরসুমে তাঁর পরিবর্তে হার্দিককে ক্যাপ্টেন করা হয়। এই এক ম্যাচের জন্য রোহিত ক্যাপ্টেন্সি করবেন কি না, সেই নিয়ে প্রশ্ন। দ্বিতীয় বিকল্প জসপ্রীত বুমরা। ফিট থাকলে বুমরাই হয়তো নেতৃত্ব দেবেন। তেমনই ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কথাও ভুললে চলবে না।