Sachin Tendulkar-Joe Root: টেস্টে ৩৮তম সেঞ্চুরি, রানে টপকে গেলেন তিনজনকে; সামনে শুধুই সচিন
IND vs ENG 4th Test: বিশ্বের দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার হলেন জো রুট। ভারতের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে ১২০ রানের ইনিংসে রিকি পন্টিংকে ছাপিয়ে গেলেন জো রুট। টেস্ট ক্রিকেটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ধারেকাছে শুধুই জো রুট।

ভারতকে দেখলেই কি আলাদা করে জ্বলে ওঠেন? বলাই যায়! টেস্ট ক্রিকেটে আরও একটা সেঞ্চুরি। সব মিলিয়ে কেরিয়ারের ৩৮তম টেস্ট সেঞ্চুরি। এর মধ্যে ভারতের বিরুদ্ধেই ১২টি। শুধু তাই নয়। টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ছাপিয়ে গেলেন তিন কিংবদন্তি রাহুল দ্রাবিড়, জ্যাক কালিস এবং রিকি পন্টিংকে। টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার হলেন জো রুট। ভারতের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে ১২০ রানের ইনিংসে রিকি পন্টিংকে ছাপিয়ে গেলেন জো রুট। টেস্ট ক্রিকেটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ধারেকাছে শুধুই জো রুট।
টেস্টে সচিন তেন্ডুলকরের রয়েছে ১৫ হাজার ৯২১ রান। টেস্টে এই রান কোনওদিনই কেউ ছাপিয়ে যেতে পারবেন কি না, এই নিয়ে সন্দেহ থাকেই। তবে বর্তমান পরিস্থিতিতে বলা যায়, যদি কেউ পারেন, তিনি অবশ্যই জো রুট। সবে ৩৪ বছর তাঁর। এখনও তিন-চার বছর খেলার সুযোগ থাকবে তাঁর সামনে। ফিটনেস কিংবা ফর্ম বাধা হয়ে না দাঁড়ালে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে টেস্টে সর্বাধিক রান স্কোরার হওয়া অবিশ্বাস্য় নয়।
এতদিন সচিন তেন্ডুলকরের পরের জায়গা ছিল রিকি পন্টিংয়ের। তিনি করেছিলেন ১৩ হাজার ৩৭৮ রান। ১৩ হাজার ৩৭৯ ছাপিয়ে এখনও ক্রিজে জো রুট। চা বিরতি অবধি তাঁর মোট স্কোর ১৩ হাজার ৩৮০। এই রান থেকেও যদি হিসেব করা যায়, সচিনকে ছাপিয়ে যেতে রুটের আরও প্রয়োজন ২৫৪২ রান। তিন-চার বছর এবং ৩০টি টেস্ট খেললে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যেতেই পারেন জো রুট।
