Kane Williamson: উইলিয়ামসনের বিরাট কীর্তি! কেন-হেনরির ডাবল সেঞ্চুরিতে কোণঠাসা লঙ্কানরা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 18, 2023 | 4:35 PM

New Zealand vs Sri Lanka: ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান তুলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

Kane Williamson: উইলিয়ামসনের বিরাট কীর্তি! কেন-হেনরির ডাবল সেঞ্চুরিতে কোণঠাসা লঙ্কানরা
Kane Williamson: উইলিয়ামসনের বিরাট কীর্তি! কেন-হেনরির ডাবল সেঞ্চুরিতে কোণঠাসা লঙ্কানরা
Image Credit source: Twitter

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson) ব্যাট যেন থামার নামই নিচ্ছে না। এই নিয়ে টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করলেন কিউয়ি তারকা। বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোরের একজন উইলিয়ামসন। এ বার নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন। দলের হয়ে গড়লেন নয়া রেকর্ডও। একইসঙ্গে তিনি সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগদের গড়া রেকর্ডে ভাগ বসিয়েছেন। গত দু’টি টেস্টে কেনের ব্যাট প্রথম ইনিংসে নিস্প্রভ থাকার পর দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছিল। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসেই কেনের ব্যাটে উঠল ডাবল সেঞ্চুরির ঝড়। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন। ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি কেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১ রান করেন কেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে আসে শতরান। এ বার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। ২৯৬ বলে ২১৫ রানের দুরন্ত ইনিংস গড়ার পথে ২৩টি চার ও ২টি ছয় মেরেছেন উইলিয়ামসন।

দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান তুলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ডিক্লেয়ার ঘোষণা করেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি। উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির পাশাপাশি লঙ্কানদের বিরুদ্ধে হেনরি নিকোলাসও ডাবল সেঞ্চুরি করেছেন। ২৪০ বলে ২০০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হেনরি। টেস্ট ক্রিকেটে কেন-হেনরি জুটিতে ৩০০ রানের বেশি তোলেন। টেস্ট ক্রিকেটে ৩০০-র বেশি রানের পার্টনারশিপের এলিট গ্রুপে ঢুকে পড়েছে কেন-হেনরি জুটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৩ রানের পার্টনারশিপ গড়ে কেন-হেনরি জুটি।

কেন উইলিয়ামসন টেস্ট কেরিয়ারের ২৮তম সেঞ্চুরি করেছেন। পাশাপাশি টেস্টে আট হাজার রানও পূর্ণ করেছন উইলিয়ামসন। এক্ষেত্রে বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেছেন তিনি। কোহলির ৮ হাজার রানে পৌঁছাতে লেগেছিল ১৬৯ ইনিংস। টেস্টে ৮ হাজার রানে পৌঁছতে উইলিয়ামসনের লেগেছে ১৬৪টি ইনিংস। ২৮টি টেস্ট সেঞ্চুরি করার দিক থেকেও বিরাটকে পেছনে ফেলে দিয়েছেন কেন। ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির টেস্টে ২৮টি শতরান করতে লেগেছিল ১৮৩টি ইনিংস। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের লেগেছে কোহলির থেকে ১৯ ইনিংস কম।

টেস্ট ক্রিকেটে ছ’বার ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় কেনের আগে রয়েছেন ডন ব্র্যাডম্যান, মারভান আতাপাত্তু, বীরেন্দ্র সেওয়াগ, জাভেদ মিয়াঁদাদ, ইউনিস খান, রিকি পন্টিং। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ঝুলিতে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla