AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kane Williamson: কিউয়ি সমর্থকদের জন্য সুখবর, বিশ্বকাপে খেলবেন কেন উইলিয়ামসন

Cricket World Cup 2023: আজ, ৫ সেপ্টেম্বর বিশ্বকাপে (Cricket World Cup) অংশ নিতে চলা ১০ দলের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ। আপাতত এনজেডসি (NZC)র পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হবে কেন উইলিয়ামসনকে।

Kane Williamson: কিউয়ি সমর্থকদের জন্য সুখবর, বিশ্বকাপে খেলবেন কেন উইলিয়ামসন
ভারতে বিশ্বকাপ খেলতে আসবেন কেন উইলিয়ামসন।Image Credit: NZC Website
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 8:52 AM
Share

অকল্যান্ড: পরপর দু’বার বিশ্বকাপ ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। এ বারের বিশ্বকাপের আগে দলের সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে নিয়ে রীতিমতো চাপে ছিল কিউয়ি শিবির। ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। কিউয়ি টিমের হেড কোচ গ্যারি স্টিড আগেই জানিয়েছিলেন, দলে ফিরতে হলে কেন উইলিয়ামসনকে (Kane Williamson) ১০০ শতাংশ ফিট প্রমাণ করতে হবে। তা হলে মিলবে টিমে ফেরার সবুজ সংকেত। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও আজ, ৫ সেপ্টেম্বর বিশ্বকাপে (Cricket World Cup) অংশ নিতে চলা ১০ দলের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ। আপাতত এনজেডসি (NZC)র পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হবে কেন উইলিয়ামসনকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতে আইপিএল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কেন। তার ফলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। তাঁর ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারও করাতে হয়েছিল। আপাতত সেই চোট কাটিয়ে বিশ্বকাপে খেলার জন্য তৈরি কিউয়ি অধিনায়ক। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে কেন উইলিয়ামসন যে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন, তা নিশ্চিত করেছে এনজেডসি। এক বিজ্ঞপ্তিতে এনজেডসি লিখেছে, ‘মার্চে আইপিএলে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই চোট সারিয়ে যথেষ্ট উন্নতি হয়েছে উইলিয়ামসনের। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাঁকে পাওয়া যাবে।’

এর আগে কেনের অস্ত্রোপচারের সময় জানা গিয়েছিল, বিশ্বকাপে খেলার জন্য ফিট না হলে, মেন্টর হিসেবে দলের সঙ্গে ভারতে যাবেন তিনি। তবে কিউয়ি ভক্তদের জন্য এ বার স্বস্তির খবর। মেন্টর নয় দলের অধিনায়ক হিসেবেই ভারতে খেলতে যাবেন উইলিয়ামসন। ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে এনজেডসি। তবে ব্ল্যাকক্যাপসের গ্যারি স্টিড জানিয়েছেন, উইলিয়ামসন দলে অন্তর্ভূক্ত হলেও প্রথম ম্যাচেই খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এই নিয়ে চতুর্থ বার ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলেছেন কেন উইলিয়ামসন। চোটের কারণে অবশ্য তাঁর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিশ্চিত ছিল না। প্রায় শেষ মুহূর্তে বিশ্বকাপে খেলার গ্রিন সিগন্যাল পাওয়ায় বিরাট খুশি কিউয়ি নেতা কেন।