কলকাতা: কেই বা ভেবেছিল পরপর হারে বেসামাল হবে ভারত? কেই বা ভেবেছিল কোচ গৌতম গম্ভীরের শুরুতে হারের যন্ত্রণা থাকবে? এই কারণের বোধহয় ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখন যে কোন দিকে খেলা ঘুরবে, বোঝা মুশকিল। আর মুশকিল বলেই পাকিস্তানে বাজ়বলের ‘পতন’ দেখেছে ক্রিকেট মহল। একই ভাবে দুরন্ত ভারতীয় টিমের অবিশ্বাস্য জোড়া হারের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। কোন টিম কত বড়, জটিল পরিস্থিতিতেই আসল পরীক্ষা। ঠিক যেমন ভারতকে এখন দিতে হবে অগ্নিপরীক্ষা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অনেক অঙ্ক মেলাতে হবে রোহিত শর্মাকে। একে তারকারা রানে নেই, তার উপর সেভাবে ছাপ ফেলতে পারছেন না বোলাররাও। তবুও ওয়াংখেড়ে স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় দলকে। এখনও সময় রয়েছে। এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে ভারত, তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে টিম। তার আগে খানিকটা হলেও স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে।
আসলে মুম্বই টেস্টেও কেন উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড। এর আগে কিউয়িরা ভারত সফরে আসার সময় টম ল্যাথামদের ক্রিকেট বোর্ড জানিয়েছিল, প্রথম টেস্টের পর অবস্থা ভালো হলে কেন উইলিয়ামসন দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে ভারতে যোগ দেবেন। কিন্তু বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, পুনেতেও কেনকে পাওয়া যাবে না। এ বার মুম্বই টেস্টের আগে এক বিবৃতি দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, কেনকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না। তিনি রিহ্যাবে রয়েছেন।
নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড এক বিবৃতিতে বলেন, ‘কেনের উন্নতি হচ্ছে। কিন্তু এখনই বিমান ধরে সফর করে আমাদের সঙ্গে যোগ দেওয়ার মতো পরিস্থিতিতে ও নেই। ওর শারীরিক অবস্থা আগের থেকে ভালো হলেও আমরা মনে করছি এখন ওর নিউজিল্যান্ডে থাকাই শ্রেয়। এবং রিহ্যাবের শেষ পর্বে ভালো করে মন দেওয়া উচিত। যাতে করে সুস্থ হয়ে ইংল্যান্ড পাড়ি দিতে পারে ও। ইংল্যান্ড সিরিজ এক মাস দেরি রয়েছে। আমরা ওকে নিয়ে সতর্ক। এ বার ওকে নিশ্চিত করতে হবে ক্রাইস্টচার্চে হতে চলা প্রথম টেস্টের আগে ও ফিট হয়ে উঠছে কিনা।’
ভারত সফরে আসার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। কিউয়িদের এই ভারত সফরে কেন উইলিয়ামসন না আসতে পারলেও তাঁদের সিরিজ জিততে সমস্যা হয়নি। বরং এই প্রথম বার ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড ক্রিকেট টিম।