Kapil Dev: ‘বিশ্বকাপ জেতার জন্য তৈরি ভারত, কিন্তু…’, নিজের মতামত জানালেন কপিল দেব
Cricket World Cup 2023: সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। কিন্তু তা সত্ত্বেও ভারতকে ফেভারিট বলতে রাজি নন ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পর কপিল বলেছেন, ওডিআই বিশ্বকাপ জেতার জন্য তৈরি ভারত (India)। কিন্তু একই সঙ্গে কপিল দেব জানান, মেন ইন ব্লু শক্তিশালী হলেও বিশ্বকাপে ফেভারিট এখনই বলা যায় না। কিন্তু কেন এমন বললেন কপিল দেব?
নয়াদিল্লি: আর সপ্তাহ দু’য়েক পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup)। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপের মহাযুদ্ধ। অবশ্য আয়োজক ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। কিন্তু তা সত্ত্বেও ভারতকে ফেভারিট বলতে রাজি নন ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পর কপিল বলেছেন, ওডিআই বিশ্বকাপ জেতার জন্য তৈরি ভারত (India)। কিন্তু একই সঙ্গে কপিল দেব জানান, মেন ইন ব্লু শক্তিশালী হলেও বিশ্বকাপে ফেভারিট এখনই বলা যায় না। কিন্তু কেন এমন বললেন কপিল দেব? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন কপিল দেব। বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৈরি এ কথা উল্লেখ করে কপিল দেব বলেছেন, ‘আমাদের টিমটা জানি। ভীষণ ভালো একটা টিম। মন এক কথা বলছে আর মস্তিষ্ক বলছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের দলটাকে তো জানি, কিন্তু বাকি দলগুলো কেমন তা জানি না। ফলে আমরা এখনই বলতে পারি না বিশ্বকাপে ভারত ফেভারিট।’ কপিল দেবের মতে, প্যাশন নিয়ে খেলে এই ভারতীয় টিম চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। তাঁর কথায়, ‘ভারতীয় দল প্যাশন নিয়ে খেলুক। খেলাটা উপভোগ করুক। শেষ চারে ওঠাটা গুরুত্বপূর্ণ। তারপর কিছুটা ভাগ্যের উপরও নির্ভর করবে।’
১২ বছর পর ভারতে ট্রফি আসার স্বপ্ন দেখছেন আপামর টিম ইন্ডিয়ার ক্রিকেট প্রেমী। কপিল দেবও তার ব্যতিক্রম নয়। এ বার শুধু স্বপ্নপূরণের পালা। বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে আপাতত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। সেটা কার্যত দুই দলের কাছে বিশ্বকাপের প্রস্তুতির মতো। এই সিরিজ শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর। এশিয়া কাপ জিতে রোহিত-বিরাটরা দেশে ফেরার দিনই (১৮ সেপ্টেম্বর) রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে।