KKR Retention List for IPL 2025: দর কমিয়ে কেকেআরে রাসেল-নারিন, দুই আনক্যাপডে জায়গা হল না রঘুবংশীর

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 31, 2024 | 6:09 PM

KKR Retention Players List for IPL 2025: রিটেনশন এবং আরটিএম কার্ড মিলিয়ে ৬ জন প্লেয়ারকে রাখা যেতে পারত। কেকেআর ৬ জনকেই রিটেন করল। নিয়ম অনুযায়ী দু-জন আনক্যাপড প্লেয়ারকেও রাখা হয়েছে। তাতে অবশ্য জায়গা হয়নি অঙ্গকৃশ রঘুবংশীর।

KKR Retention List for IPL 2025: দর কমিয়ে কেকেআরে রাসেল-নারিন, দুই আনক্যাপডে জায়গা হল না রঘুবংশীর
Image Credit source: PTI FILE

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশনের আজই ছিল শেষ দিন। আজকের মধ্যেই ধরে রাখা প্লেয়ারদের তালিকা জমা দিতে হত। রিটেনশন এবং আরটিএম কার্ড মিলিয়ে ৬ জন প্লেয়ারকে রাখা যেতে পারত। কেকেআর ৬ জনকেই রিটেন করল। নিয়ম অনুযায়ী দু-জন আনক্যাপড প্লেয়ারকেও রাখা হয়েছে। তাতে অবশ্য জায়গা হয়নি অঙ্গকৃশ রঘুবংশীর। সদ্য জাতীয় দলে ডাক পাওয়া রমনদীপ সিংকে রিটেন করল কলকাতা নাইট রাইডার্স। কাঁদের কত টাকায় রিটেন করল কেকেআর?

দীর্ঘ ১২ বছর পর গত সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেন করল না কেকেআর। বাকিদের ক্ষেত্রে স্যালারি কমানো হল। তবে যোগ্য দাম পেলেন রিঙ্কু সিং। লাখের প্লেয়ার এখন কোটি কোটি টাকা। গুঞ্জন ছড়িয়েছিল আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে ছেড়ে দেওয়া হবে। রিটেন করার গুঞ্জন ছিল ফিল সল্টকে। তেমনই নীতীশ রানার কথাও বলতে হয়। কিন্তু শেষ মুহূর্তে অঙ্ক বদলে গেল।

আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। এক যুগ ধরে কেকেআরে রয়েছেন সুনীল নারিন। আন্দ্রে রাসেলের ১০ বছর হয়ে গিয়েছে। নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছিলেন এই দুই তারকা। ফলে স্যালারি কমিয়েও থাকতে রাজী হয়ে যান দু-জনেই। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন, দু-জনকেই ১২ কোটিতে রিটেন করা হয়েছে। প্রত্যাশিতমতো রাখা হয়েছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকেও। তেমনই দুই আনক্যাপড প্লেয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন হর্ষিত রানা ও রমনদীপ সিংকে।

রিঙ্কুর মতো হর্ষিত রানার উত্থান কলকাতা নাইট রাইডার্সেরই। এরপর ক্রমশ জাতীয় দলের রাডারে আসেন। সীমিত ওভারের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। সদ্য অস্ট্রেলিয়া সফরে টেস্ট স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি। এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও অস্ট্রেলিয়ায় তাঁর খেলা নিশ্চিত। কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘আশা করি সেরা ৪ ক্যাপড প্লেয়ারকেই রেখেছি আমরা। দুই কিংবদন্তি রাসেল এবং নারিনকে রেখেছি। সঙ্গে রিঙ্কু, বরুণ অবশ্যই রয়েছে। আর হর্ষিত-রমনদীপরা দেশের হয়ে খেলতে চলেছে।’ আরও যোগ করেন, ‘ইচ্ছে তো থাকে ১১ জনকে রাখার। সুনীল নারিন ১২ বছর, আন্দ্রে ১০ বছর। বরুণ চক্রবর্তী ২০১৯ থেকে, রিঙ্কু ২০১৮ থেকে রয়েছে। হর্ষিতও অনেকদিন। রমনদীপ গত মরসুমে এলেও দুর্দান্ত পারফর্ম করেছে।’

কেকেআরের রিটেনশন লিস্ট- আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২) হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।

Next Article