কলকাতা: ক্রিকেট হোক বা ফুটবল কলকাতাবাসীরা কোনও ম্যাচ দেখার সুযোগ মিস করতে চান না। আর কয়েকদিন পর শুরু হয়ে যাবে আইপিএল। তার অপেক্ষায় রয়েছেন কলকাতার ক্রিকেট প্রেমীরা। এ বারের আইপিএল ২২ মার্চ ইডেনে শুরু হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) নামবে আরসিবির বিরুদ্ধে। কলকাতায় একদিকে কেকেআর টিমটার জন্য অনেককে যেমন উত্তেজিত হতে দেখা যায়, তেমনই মোহনবাগান টিমকে নিয়েও অনেকে গর্ব করেন। শতবর্ষপ্রাচীন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের গুণগান এ বার শোনা গেল কেকেআরের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) গলায়।
ফেব্রুয়ারিতে ভারতসেরা হয়েছে মোহনবাগান। এই নিয়ে আইএসএলে টানা দু’বার লিগ শিল্ড এল সবুজ-মেরুন শিবিরে। এর আগে আইএসএলে খেলা কোনও টিমের এই কৃতিত্ব ছিল না। এ বার শহরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেকেআরের সহ-অধিনায়কের গলায় শোনা গেল মোহনবাগানের কথা।
মোহনবাগানের খেলা দেখতে পছন্দ করেন ভেঙ্কি। সে কথা বলার পাশাপাশি তিনি বলেন, “মোহনবাগান ভারতে ফুটবলের প্রতিধ্বনি। আমি মোহনবাগানের খেলা দেখতে ভালোবাসি। তবে এখনও এখানে ওদের লাইভ খেলতে দেখতে পারিনি। আমি চাই ওদের লাইভ ম্যাচ দেখব। এবং দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলব। আমি মনে করি ভারতীয় হিসেবে এবং কলকাতার একটা অংশ হিসেবে এটা এখন আমাদের ডিউটির মধ্যে পড়ে যে ওদের প্রচার করা। সমর্থন করা। আমি ভারতীয় ফুটবলের পাশাপাশি মোহনবাগানের খেলা দেখতে মুখিয়ে থাকি। জয় মোহনবাগান।”
ভেঙ্কির ওই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। নিম্নে দেওয়া হল সেই ভিডিয়ো —
Venkatesh Iyer (KKR Vice Captain) : “Mohun Bagan resonates football in India. I would love to watch them play. Football in India has always looked upto Mohun Bagan. Joy Mohun Bagan”pic.twitter.com/iqnQPWSTYx
— Mohun Bagan Hub (@MohunBaganHub) March 7, 2025