KKR vs GT, IPL 2023 : ইডেনে কোন মাইলস্টোন গড়তে পারেন রাসেল-হার্দিকরা?

IPL 2023: গুজরাট টাইটান্সের (GT) ঘরের মাঠে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে (KKR) জিতিয়েছিলেন রিঙ্কু সিং। এ বার ইডেনে নাইটদের সামনে সেই গুজরাট। কেকেআর ও গুজরাট ২ দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছিল। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা-গুজরাট। এই ম্যাচে যে সকল মাইলস্টোন গড়তে পারেন রাসেল-হার্দিকরা, বিস্তারিত জেনে নিন।

KKR vs GT, IPL 2023 : ইডেনে কোন মাইলস্টোন গড়তে পারেন রাসেল-হার্দিকরা?
KKR vs GT, IPL 2023 : ইডেনে কোন মাইলস্টোন গড়তে পারেন রাসেল-হার্দিকরা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 8:30 AM

কলকাতা : সেই ৫ বলে ৫ ছক্কা এখনও ভোলেনি এ বারের আইপিএল (IPL 2023)। গুজরাট টাইটান্সের (GT) ঘরের মাঠে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে (KKR) জিতিয়েছিলেন রিঙ্কু সিং। এ বার ইডেনে নাইটদের সামনে সেই গুজরাট। জস দয়াল হোন আর হার্দিক পান্ডিয়া কেউই সেই ম্যাচ মনে রাখছেন না। গত দুই ম্যাচের ছন্দ ধরে রাখাই ফোকাস গুজরাট টাইটান্সের। অন্যদিকে কেকেআর সমর্থকদের মধ্যে লাখ টাকার প্রশ্ন এই যে, আন্দ্রে রাসেল কবে ব্যাট হাতে পারফর্ম করবেন? যদিও কেকেআর শিবির বলছে, রাসেলের ফর্ম নিয়ে চিন্তিত নয় তারা। সুনীল নারিনও নিয়মিত উইকেট নিতে ব্যর্থ। কেকেআরের দাবি, উইকেট না পেলেও প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করছেন নারিন। যতই দাবি উঠুক ২ সেরা অস্ত্রের ফর্মে না থাকা ভোগাচ্ছে নাইটদের। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা-গুজরাট। এই ম্যাচে যে সকল মাইলস্টোন গড়তে পারেন রাসেল-হার্দিকরা, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইডেনে আজ আইপিএলে KKR vs GT ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন সেগুলি হল —

১) সুনীল নারিন – টি-২০ ক্রিকেটে ৩৫০০ রান পূর্ণ হওয়া থেকে ৭৫ রান দূরে রয়েছেন কেকেআরের অন্যতম সেরা অস্ত্র সুনীল নারিন।

২) আন্দ্রে রাসেল – আইপিএলে ১৫০টি চার পূর্ণ করতে হলে আন্দ্রে রাসেলকে আর ছয়টি বাউন্ডারি মারতে হবে।

৩) নীতীশ রানা – কেকেআরের জার্সিতে নাইট নেতার ২০০০ রান পূর্ণ হতে পারে আজই। গুজরাটের বিরুদ্ধে নামার আগে কেকেআরের হয়ে রানার নামের পাশে রয়েছে ১৯৭৩ রান। ফলে আর ২৭ রান করলেই নাইট জার্সিতে ২ হাজার পূর্ণ করে ফেলবেন নীতীশ রানা। একইসঙ্গে আজ কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচে নামতে চলেছেন রানা।

৪) হার্দিক পান্ডিয়া – গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টি-২০ ক্রিকেটে ৩০০টি বাউন্ডারির মাইলস্টোন স্পর্শ করতে পারেন আজ। কেকেআরের বিরুদ্ধে ১টি চার মারলেই এই রেকর্ড গড়বেন হার্দিক। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে হলে হার্দিকের আর প্রয়োজন ৩টি উইকেট।

৫) রশিদ খান – গুজরাট টাইটান্সের তারকা স্পিনার রশিদ খান আইপিএলে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন। আসলে রশিদ আজ ১০০তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটে রশিদ ২ হাজার রান পূর্ণ করা থেকে ৫৫ রান দূরে রয়েছেন।

৬) ঋদ্ধিমান সাহা – গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএলে ৫০০ রান পূর্ণ হওয়া থেকে ৪২ রান দূরে রয়েছেন ঋদ্ধিমান সাহা।