
কলকাতা: ইডেন গার্ডেন্সে আজ শনিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলের (IPL) পয়েন্ট টেবলে ৫এ ছিল পঞ্জাব, ৭এ কেকেআর। চলছে বদলার সপ্তাহ। এ মরসুমে প্রথম লেগে পঞ্জাব কিংসের ঘরের মাঠে খেলতে গিয়ে হেরে এসেছিলেন রাহানেরা। সে হার লজ্জার। ১১১ রানে পঞ্জাব অলআউট হওয়ার পরও কেকেআর জিততে পারেনি। এ বার ক্রিকেটের নন্দনকাননে বদলার পালা ছিল। প্রথমে ব্যাট করে কলকাতাকে ২০২ রানের টার্গেট দেয়। কেকেআর এক ওভারে ৭ রান তোলে। এরপরই প্রবল ঝড়-বৃষ্টি। ম্যাচ আর সম্পূর্ণ করা যায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়। ম্যাচের যাবতীয় আপডেট TV9Bangla-র এই লাইভব্লগে।
ইডেনে পণ্ড ম্যাচ। বিস্তারিত পড়ুন; ইডেনে ভেস্তে গেল ম্যাচ, কতটা ক্ষতি হল কলকাতা নাইট রাইডার্সের?
ম্যাচ পণ্ড। পাঁচ ওভারের ম্যাচ করার জন্য ১১.৪০ অবধি অপেক্ষা করা যেত। যদিও যা পরিস্থিতি, বৃষ্টি কমলেও মাঠ রেডি করতে সময় লাগত। বৃষ্টি না কমায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা। দু-দল ১ পয়েন্ট করে পেল। কেকেআরের জন্য বড় ধাক্কা।
আপাতত যা পরিস্থিতি, তাতে বৃষ্টি থামলেও ১১.৪০ কাট অফ টাইমের মধ্যে মাঠ রেডি করা কঠিন। এই ম্যাচ না হলে আদতে ক্ষতি কলকাতা নাইট রাইডার্সের বলা যায়। জিতলে কেকেআর ভালো জায়গায় থাকত। ম্যাচ না হলে ১ পয়েন্ট। কেকেআর সাত নম্বরেই থাকবে।
পাঁচ ওভারের ম্যাচ হলে ডাকওয়ার্থ লুইস নিয়মে কেকেআরের টার্গেট হবে ৬১ রান। কেকেআর এক ওভারে মাত্র ৭ রান তুলেছে।
ধারাভাষ্যকারদের তথ্য অনুযায়ী, পাঁচ ওভারের ম্যাচের জন্যও কাট অফ টাইম রাত ১১.৪০। কেকেআরের ইতিমধ্যেই ১ ওভার হয়েছে। কিন্তু কালবৈশাখী ও বৃষ্টির কারণে ম্যাচ আদৌ শুরু করা যাবে কি না, সন্দেহ। বৃষ্টি থামলে অবশ্য মাঠ রেডি করা যেতে পারে ৪০-৪৫ মিনিটের মধ্যেও।
ছিঁড়ে গিয়েছে মাঠ কভারও…
ইডেনে আপাতত বন্ধ কেকেআর ও পঞ্জাব কিংসের ম্যাচ। বিস্তারিত পড়ুন: কেকেআরের ব্যাটিং শুরু হতেই ইডেনে ঝড়, পরিকল্পনা ফাঁস নাইটদের!
কেকেআর স্পিনাররা সহযোগিতা পেয়েছেন পিচ থেকে। পঞ্জাব কিংসে যুজবেন্দ্র চাহাল রয়েছেন। সঙ্গে পার্টটাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রারকে নামাল পঞ্জাব কিংস।
ওপেনিংয়ে বিধ্বংসী সেঞ্চুরি পার্টনারশিপের পর চাপ বাড়ছিল কেকেআর শিবিরে। আবারও একটা রেকর্ড স্কোর হতে পারে, এই সম্ভাবনা দেখা গিয়েছিল। কিছুটা হলেও প্রত্যাবর্তন কেকেআরের।
বরুণ চক্রবর্তী বনাম গ্লেন ম্যাক্সওয়েলের লড়াইয়ে ফের সফল বরুণ। এই নিয়ে পাঁচ বার ম্যাক্সিকে আউট করলেন কেকেআরের স্পিনার। ফের ফ্লপ ম্যাক্সওয়েল। আর সুযোগ পাবেন! চাপ বাড়ছে পঞ্জাব কিংস কোচ পন্টিংয়ের উপরও।
আন্দ্রে রাসেলের গোল্ডেন আর্ম ফিরিয়েছে প্রিয়াংশ আর্যকে। কিন্তু পাওয়ার হিটিং থামেনি পঞ্জাব কিংসের। প্রভসিমরনের দুর্দান্ত ব্যাটিং জারি। সঙ্গে ক্রিজে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।
গ্যালারিতে পঞ্জাব কর্ণধার রূপের ছটায় মুগ্ধ করছেন। অন্য দিকে, বাইশগজে দর্শনীয় শট প্রিয়াংশ আর্যর। প্রথম উইকেটের খোঁজে কেকেআর। পিচে টার্ন রয়েছে। রিঙ্কু সিংকে বোলিংয়ে দেখা যেতে পারে? আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট রয়েছে রিঙ্কুর। ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ প্রিয়াংশের।
এ মরসুমে এখনও অবধি মাত্র ৭ ওভার বোলিং করানো হয়েছে আন্দ্রে রাসেলকে। ব্যাটিংয়ে ভরসা দিতে না পারলেও রাসেল কিন্তু উইকেট নিয়েছেন। ব্রেক থ্রু-র জন্য রাসেলের গোল্ডেন আর্ম প্রয়োজন!
প্রথম ৩ ওভারের খেলা শেষ। পঞ্জাবের ওপেনিং জুটিতে উঠেছে ২৫ রান।
আজকের দিনেই ২০২৪ সালে ইডেন গার্ডেন্সে IPL-এ রেকর্ড রান তাড়া করে জিতেছিল পঞ্জাব কিংস। আজ কি বদলা নিতে পারবে কেকেআর?
ইডেনে যে কেকেআর ও পঞ্জাবের ম্যাচ হবে, তাতে টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক এবং কেমন হল দুটো টিমের একাদশ?
পড়ুন বিস্তারিত – KKR vs PBKS Confirmed Playing XI, IPL 2025: শ্রেয়সের পঞ্জাবকে হারাতে একাধিক বদল কেকেআরে, কেমন হল দুই দলের একাদশ
কেকেআরের ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রেয়স আইয়ারের।
যে ইডেন গার্ডেন্সে গত মরসুমে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স, সেই মাঠ আজ তাঁর প্রতিপক্ষ দলের ঘরের মাঠ। কেকেআরের পাশাপাশি পঞ্জাবের প্লেয়াররা পৌঁছে গিয়েছেন ইডেন।
Stepping out with one thing in mind – #BasJeetnaHai! 🔥 pic.twitter.com/PRiD2PzfA9
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2025
ইডেনের পথে পা বাড়ালেন কেকেআরের ক্রিকেটাররা। আর ঠিক এক ঘণ্টা পর ম্যাচ শুরু হবে।
Off to our E-𝐝𝐞𝐧 for #KKRvPBKS 🔥 pic.twitter.com/NQ6mMsZt2j
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2025
এ মরসুমে কেকেআরের কাছে ঘরের মাঠ আর অ্যাওয়ে ম্যাচের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত দুই ম্যাচেই হেরেছে কেকেআর। পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাত্র ১১২ রান তাড়া করতে নেমে খেই হারায়। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও ব্যাটিং বিপর্যয়।
পড়ুন বিস্তারিত – KKR vs PBKS Playing XI IPL 2025: রাসেল ধাঁধায় কেকেআর! শ্রেয়সদের বিরুদ্ধে কী হতে পারে কম্বিনেশন?
জোড়া ম্যাচ হেরে ইডেন গার্ডেন্সে শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর। এই ম্যাচেই কি হবে ৩০০ রান?
পড়ুন বিস্তারিত – Rinku Singh: ইডেন গার্ডেন্সে ৩০০ লোডিং! রিঙ্কু সিং বললেন, ‘যে কেউ…’
আর কিছুক্ষণ পর ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে অজিঙ্ক রাহানের কেকেআর ও শ্রেয়স আইয়ারের পঞ্জাব।