KL Rahul IPL Auction 2025: হাল ছাড়ল কেকেআর, লোকেশ রাহুলকে নিল দিল্লি

KL Rahul Auction Price: দেশের জার্সিতে তিন ফরম্যাটেই খেলা লোকেশ রাহুলের বেস প্রাইস ছিল ২কোটি টাকা। সেই দরটা কোথায় পৌঁছয়, আকর্ষণ ছিল সেটাই। যদিও শ্রেয়স ও ঋষভের মতো দর উঠল না লোকেশ রাহুলের। মেগা অকশনে তাঁকে নিয়ে কী হল?

KL Rahul IPL Auction 2025: হাল ছাড়ল কেকেআর, লোকেশ রাহুলকে নিল দিল্লি
Image Credit source: PTI FILE
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 5:36 PM

তিনি হয়তো মহেন্দ্র সিং ধোনি নন, তবে ঠান্ডা মাথার ক্যাপ্টেন অবশ্যই। আর মেগা অকশনে তাঁকে নিতে অনেক দলই মুখিয়ে থাকবে এমন প্রত্যাশাই ছিল। দেশের অন্যতম সেরা ব্যাটার, কিপার এবং ক্যাপ্টেন মেগা অকশনে রেজিস্টারের সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের জার্সিতে তিন ফরম্যাটেই খেলা লোকেশ রাহুলের বেস প্রাইস ছিল ২কোটি টাকা। সেই দরটা কোথায় পৌঁছয়, আকর্ষণ ছিল সেটাই। যদিও শ্রেয়স ও ঋষভের মতো দর উঠল না লোকেশ রাহুলের। মেগা অকশনে তাঁকে নিয়ে কী হল?

কলকাতা নাইট রাইডার্স প্রথম বিড করে। দ্রুতই আরসিবি লড়াইয়ে। ৫ কোটি আরসিবি। কেকেআর ৫.২৫। কলকাতা ও আরসিবির লড়াই রাহুলকে নিয়ে। ৮ কোটি আরসিবি। কেকেআরও ময়দানে। ৯.৫০ কোটিতে ভাবনায় কেকেআর। তবে লড়াইয়ে। ১০.৭৫ কোটিতে ভাবনায় আরসিবি। সময় চেয়ে নেয় তারা। কেকেআরের সঙ্গে ১১ কোটিতে দিল্লি লড়াইয়ে নামে। কেকেআর ফের ভাবনায়। ১১.২৫ কোটি কেকেআর। ১১.৫০ দিল্লি। ১১.৭৫ কলকাতা। ১২ কোটি দিল্লি। কেকেআর দান ছেড়ে দেয় ১২ কোটিতে। ১২.২৫ কোটিতে ময়দানে সিএসকে। দিল্লি ১২.৫০। সিএসকে ১২.৭৫। দিল্লি ও সিএসকে। ১৩.৫০ কোটি দিল্লি। এগচ্ছে চেন্নাই। ১৪ কোটিতে দান ছাড়ল চেন্নাই সুপার কিংসও। দিল্লি ক্যাপিটালস ১৪ কোটিতে। আরটিএম নিয়ে প্রশ্ন লখনউকে। তারা মানা করে। দিল্লি ক্যাপিটালস লোকেশ রাহুলকে মাত্র ১৪ কোটিতে পেয়ে গেল।

ক্যাপ্টেন-কিপার-ব্যাটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের মেগা অকশনে হাই প্রোফাইল ক্রিকেটার লোকেশ রাহুল। তাঁকে নিয়ে কোনও বিশেষণই যথেষ্ট নয়। ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দিতে পারেন, দুর্দান্ত কিপার তেমনই ব্যাটিংয়ে যেমন বিধ্বংসী রূপ দেখাতে পারেন, প্রয়োজনে অ্যাঙ্করও। ‘ফুল প্যাকেজ’ বলা যেতে পারে লোকেশ রাহুলকে। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার। তবে গত মরসুমটা বড় অস্বস্তিকর কেটেছিল। আত্মসম্মান বেশি গুরুত্বপূর্ণ। লখনউ সুপার জায়ান্টসকে তাই বিদায় জানাতেই হয়েছিল। তিনি চাননি, লখনউয়ের রিটেনশন তালিকাতে থাকুক তাঁর নাম। তাই লেখানে লোকেশ রাহুলের নাম ছিল না।

মেগা অকশনে হাইপ্রোফাইল কেনই বা হবেন না! ১৩২ ম্যাচ, ১২৩ ইনিংসে ৪৬৮৩ রান! সর্বাধিক স্কোর অপরাজিত ১৩২। ব্যাটিং গড় প্রায় ৪৬। কতটা ধারাবাহিক, ব্যাটিং গড় থেকেই পরিষ্কার। আইপিএলে ৩৭টি হাফসেঞ্চুরি এবং ৪টি সেঞ্চুরি। আইপিএল কেরিয়ারে চারটি টিমের হয়ে খেলেছেন। শুরুটা হয়েছিল তাঁর হোম টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিয়েই। সেই ২০১৩ সালে। পরের দু-মরসুম খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০১৮ সালে রাহুলকে নেয় পঞ্জাব কিংস। নেতৃত্বও দিয়েছেন এই টিমকে। ২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ হয় আরও দুটি টিমের। তার একটি লখনউ সুপার জায়ান্টস। এই টিম লোকেশ রাহুলকেই প্রথম প্লেয়ার হিসেবে সই করিয়েছিল।

লোকেশ রাহুলের ক্যাপ্টেন্সি, অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে দু-মরসুমেই প্লে-অফে উঠেছিল লখনউ। গত মরসুমেও শেষ অবধি প্লে-অফের সম্ভাবনা ছিল। তার আগেই একটি ঘটনা দলের মধ্যেও অস্বস্তি তৈরি করে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরেছিল লখনউ। ১৬৬ রানের টার্গেট মাত্র ৯.৪ ওভারেই পূর্ণ করেছিল সানরাইজার্স। সব দায় পড়েছিল ক্যাপ্টেনের উপরই। প্রকাশ্যেই তাঁকে ভর্ৎসনা করতে দেখা যায় দলের কর্ণধারকে।

ক্রিকেট প্রেমীরা লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন। একজন ফ্র্যাঞ্চাইজি টিমের কর্ণধার বলেই জাতীয় দলের একজন ক্রিকেটারকে প্রকাশ্যে অপমান করতে পারেন না। সম্পর্কটা তখন থেকেই ছিন্ন হতে থাকে। চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ায় লোকেশ রাহুলের সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করেছিলেন লখনউ কর্ণধার। একসঙ্গে নৈশভোজ, কলকাতায় মিটিং। কোনওকিছুই অবশ্য পরিস্থিতি সামাল দিতে পারেনি। রিটেনশনের তারিখ পেরনোর পর রাহুলও বলেছিলেন, তিনি এমন একটা টিম চেয়েছিলেন বা চান, যেখানে স্বাধীনতা রয়েছে। এ বার হয়তো সেটা পাবেন।

৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?