Team India: কোহলি-গিলকে টেক্কা দিয়ে সেরা ফিল্ডারের মেডেল ছিনিয়ে নিলেন কে?

ICC Champions Trophy 2025: বাংলাদেশ ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কারের দৌড়ে ছিলেন তিন ক্রিকেটার। সেখানে ছিলেন বিরাট কোহলি, শুভমন গিল এবং আর এক ক্রিকেটার। তিনি কোহলি এবং গিলকে ছাপিয়ে গিয়েছেন।

Team India: কোহলি-গিলকে টেক্কা দিয়ে সেরা ফিল্ডারের মেডেল ছিনিয়ে নিলেন কে?
Team India: কোহলি-গিলকে টেক্কা দিয়ে সেরা ফিল্ডারের মেডেল ছিনিয়ে নিলেন কে?Image Credit source: PTI

Feb 21, 2025 | 1:16 PM

দুবাই: সেরা ফিল্ডারের পুরস্কার… যত দিন যাচ্ছে, ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এটা খুব পরিচিত হয়ে উঠছে। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সফর শুরু করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছেন রোহিতরা। সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন গিল। ফাইফার নিয়েছেন মহম্মদ সামি। সবে মিলে প্রায় জমে ক্ষীর হয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচে একদিকে রোহিত শর্মা এক সহজ ক্যাচ মিস করেছিলেন। আর অপরদিকে বিরাট কোহলি, শুভমন গিল সহ অন্য ক্রিকেটাররা বেশ কয়েকটি ভালো ভালো ক্যাচ নিয়েছিলেন। ম্যাচের শেষে যে কারণে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপের সেরা ফিল্ডার মেডেল তুলে দেবেন কার হাতে,তা বাছতে একটু সমস্যা হয়েছে। জানেন, কে পেয়েছেন ওই মেডেল?

বিসিসিআই টিভিতে ২ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে প্রথমেই মহম্মদ সামিকে বলতে শোনা যায়, “আমাদের ফিল্ডিং কোচকে খুবই ব্যস্ত দেখাচ্ছে। কাকে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হবে, সেটা ঠিক হয়ে গিয়েছে। এ বার দেখার সেই পুরস্কার কে পায়।” এরপরই দেখা যায় ভারতের ড্রেসিংরুমে ভিড় করে রয়েছেন ক্রিকেটাররা। এরপর সামিকে ফের বলতে শোনা যায়, “আমার ক্যাচটাও তো ভালো ছিল।” কোথাও যেন এ কথা বলে তিনি বোঝাতে চাইলেন, সেরা ফিল্ডারের পুরস্কার তাঁকেও দেওয়া যায়।

ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ প্রথমেই দলের সকলকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। এরপর তিনি বলেন, “দুবাইয়ে ফিল্ডিং করা সহজ নয়। ডোম লাইট দেখলেই নজরে পড়বে, ক্যাচ নেওয়া একটু কঠিন। প্রতিটি ম্যাচ থেকেই কিছু না কিছু শেখার রয়েছে। পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে আমাদের নামতে হবে।”

এরপরই ভারতের ফিল্ডিং কোচ বাংলাদেশ ম্যাচে টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডার পুরস্কার পাওয়ার দাবিদার কারা এই নিয়ে তিনটি নাম বলেন। প্রথমে তিনি বলেন বিরাট কোহলির নাম। এরপর লোকেশ রাহুল এবং শেষে শুভমন গিলের নাম ঘোষণা করেন দিলীপ। তারপর সেরা ফিল্ডার পুরস্কারের জয়ীকে মেডেল পরানোর জন্য ভারতের ফিল্ডিং কোচ ডেকে নেন রবীন্দ্র জাডেজাকে। এরপর সকলকে ড্রেসিংরুমের বাইরে আসতে বলেন। এবং জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে কেএল রাহুলের ছবি। এরপর তাঁর গলায় মেডেল পরিয়ে দেন জাডেজা। সকলে হাততালিতে ভরিয়ে দেন। সেই সময় সবার মুখে ছিল হাসি।