কলকাতা: গাব্বা টেস্টে বৃষ্টির ভ্রুকুটি ছিল। প্রথম দিন সেটাই হল। ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। বৃষ্টি ব্রিসবেন টেস্টে ২টো টিমকেই চাপে ফেলল বলা যায়। এই টেস্টের বাকি ৪ দিনও বৃষ্টির সম্ভবনা রয়েছে। এরই মাঝে ব্রিসবেন টেস্টের প্রথম দিনের নানা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লোকেশ রাহুল (KL Rahul) ও বিরাট কোহলির (Virat Kohli) এক ছবি নেটদুনিয়ায় ঘুরছে। সেখানে দেখা যায়, রাহুলের হাত থেকে হঠাৎ করেই একটা কিছু তুলে নিচ্ছেন কোহলি। এরপর খোঁজ পড়েছে নেটমহলে।
আসলে ব্রিসবেনে রাহুল ও কোহলিকে দেখা গিয়েছে একসঙ্গে কিছু খেতে। নেটিজ়েনদের দাবি লোকেশ রাহুল তাঁর লাঞ্চ শেয়ার করছেন কোহলির সঙ্গে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় রাহুলের হাতে থাকা এক বক্স থেকে কিছু একটা তুলে নিয়ে খাচ্ছেন বিরাট। সেই সময় চলছি অজিদের ৫.৩ ওভারের খেলা।
KL Rahul shared his lunch with Virat Kohli 👏.#KLRahul pic.twitter.com/Ev3CgZY8q7
— Mr. Vohra🔱 (@Awwaayush0) December 14, 2024
সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ওই ভাইরাল ছবির কমেন্টে একজন লেখেন, ‘স্কুল ভাইবস।’ রাহুল ও কোহলির ওই ছবিটি যিনি শেয়ার করেছেন, তিনি সেই কমেন্টের উত্তরে লেখেন, ‘ব্রাদার্স ফ্রম অ্যানাদার মাদার।’ অপর এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘কর্নাটকের মিলের স্বাদ নিলেন।’
Brothers from another mother 😋
— Mr. Vohra🔱 (@Awwaayush0) December 14, 2024
Tasting the Meal from Karnataka..👌🫰.
— VIJAY KUMAR (@vizmvuvce15) December 14, 2024
উল্লেখ্য, বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে কামিন্সের দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন হিটম্যান। প্রথমদিন অজিরা শেষ করেছে বিনা উইকেটে ২৮ রান তুলে।