AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul Injury: চোট গুরুতর, আইপিএলের বাকি ম্যাচে নেই রাহুল; WTC ফাইনালেও অনিশ্চয়তা

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড়সড় চিন্তায় ভারতীয় ক্রিকেট দল। আইপিএল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন লোকেশ রাহুল।

KL Rahul Injury: চোট গুরুতর, আইপিএলের বাকি ম্যাচে নেই রাহুল; WTC ফাইনালেও অনিশ্চয়তা
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 03, 2023 | 4:25 PM
Share

কলকাতা: যন্ত্রণায় এখনও কাতরাচ্ছেন। ফুলে গিয়েছে পা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান এলএসজি অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। তাঁর চোট যেমন চিন্তায় ফেলেছে আইপিএল টিমকে, তেমনই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। চোট পাওয়া রাহুলের চিকিৎসার ভার তুলে নিয়েছে বিসিসিআই। বোর্ডের মেডিকেল টিম রাহুলের চোটের স্ক্যান করে দেখবে। স্ক্যান রিপোর্ট আসার পর রাহুলকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। অর্থাৎ বোর্ডের চিকিৎসকদের উপর নির্ভর করছে রাহুলের আইপিএল (IPL 2023) ভবিষ্যৎ। যতদূর জানা গিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলি আর খেলা হবে না রাহুলের। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচে রাহুলের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন ক্রুণাল পান্ডিয়া। তবে সবচেয়ে বড় চিন্তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে। WTC ফাইনাল শুরু হতে হাতে মাসখানেকের সামান্য বেশি সময় রয়েছে। রাহুলের চোটের যা পরিস্থিতি তাতে অত তাড়াতাড়ি সেরে উঠবেন কি না সন্দেহ রয়েছে। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আরসিবির বিরুদ্ধে ম্যাচে থার্ড ম্যানে ফিল্ডিং করার সময় পায়ে গুরুতর চোট পান রাহুল। সঙ্গে সঙ্গে ফিজিও এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ অ্যান্ড্রু লিপাস মাঠে গিয়ে রাহুলের শুশ্রুষা চালান। এরপর চোট নিয়েই ম্যাচের একেবারে শেষে ব্যাট করতে নেমেছিলেন কেএল রাহুল। রাহুলের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় দলের অন্দরে। সামনের মাসেই ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের খবর অনুযায়ী, চোটের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ৭-১১ জুনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ফিট হতে পারবেন না রাহুল। চলতি সপ্তাহে বেঙ্গালুরুর এনসিএ-তে রিপোর্ট করতে হবে রাহুলকে। আপাতত লখনউ টিমের সঙ্গেই রয়েছেন। তবে কোনও ম্যাচ খেলবেন না।

এমনিতেই চোটের কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে WTC ফাইনালে পাবে না ভারত। জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ারদের অস্ত্রোপচার হয়েছে। অ্যাক্সিডেন্টের পর ঋষভ পন্থের সুস্থ হতে এখনও অনেকটা সময়। তারই মধ্যে আবার এক ধাক্কা। চোটের তালিকার বাড়ল। আইপিএলের মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। ভারতের স্কোয়াডে রয়েছেন কেএল রাহুল। ওভালে তাঁর খেলা নিয়ে এখন যাবতীয় জল্পনা।