
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ রুদ্ধশ্বাস একটা ম্যাচের প্রত্যাশা। জোড়া অ্যাওয়ে ম্যাচের পর ঘরে ফিরেছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্যাপ্টেন ঋষভ পন্থের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম হোম ম্যাচে হার। আজ সামনে মুম্বই ইন্ডিয়ান্স। তারাও প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচ খেলেছিল। জোড়া হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ঘরে ফিরেই জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপার জায়ান্টসও এ মরসুমে তিনটির একটি জিতেছে। কিন্তু দু-দলের পার্থক্যও রয়েছে অনেক। এই ম্যাচে অবশ্য লখনউয়ের জন্য স্বস্তি হতে পারে আকাশ দীপের ফেরা।
লখনউ সুপার জায়ান্টসের বোলিং আক্রমণ নিয়ে শুরু থেকেই সমস্যা রয়েছে। একাধিক পেসারের চোট ছিল। মহসিন খান ছিটকে গিয়েছিলেন। মায়াঙ্ক যাদবকে কবে পাওয়া যাবে নিশ্চয়তা নেই। আবেশ খান চোট থেকে ফিরেছেন। সব মিলিয়ে পেস বোলিংয়ে ছন্নছাড়া পরিস্থিতি ছিল। তবে মুম্বই ম্যাচের আগে স্বস্তি, টিমের সঙ্গে যোগ দিয়েছেন আকাশ দীপ। মুম্বই ম্যাচের আগে প্র্যাক্টিসেও যোগ দিয়েছেন। নিজেই জানিয়েছেন, খেলার জন্য একশো শতাংশ ফিট। আকাশ দীপ ফেরায় ক্যাপ্টেন রাহানের স্বস্তি।
দু-দলের একটা কমন চিন্তা স্টার প্লেয়ারের পারফরম্যান্স। ঋষভ পন্থের ক্যাপ্টেন্সি যেমন প্রশ্নের মুখে, তার চেয়েও বড় সমস্যা ব্যাটিং। তিন ম্যাচেই ব্যাটিংয়ে ব্যর্থ। সবচেয়ে অস্বস্তি, তাঁর আউট হওয়ার ধরন। প্রতিপক্ষ যে ফাঁদ পেতেছে, তাতে পা দিয়েছেন ঋষভ পন্থ। ক্যাপ্টেনের ব্যাটে বড় রান না এলে টিমের আত্মবিশ্বাস ফেরানো যে কঠিন, বলার অপেক্ষা রাখে না। মুম্বই শিবিরে তেমনই নজর রোহিত শর্মার দিকে। তিন ম্যাচে হয়ে গেল। হিটম্যানের ব্যাটে রান নেই। শুরুটা হয়েছিল শূন্য দিয়ে। এরপর ৮। গত ম্যাচে মনে হচ্ছিল বড় ইনিংস আসবে। কিন্তু সিঙ্গল ডিজিট পেরিয়েই আউট।
লখনউয়ে প্রথম ম্যাচে সমালোচনা হয়েছিল পিচ নিয়েও। পেসাররা শুরুতে সুবিধা আদায় করে নিয়েছিলেন। লখনউ পেসারদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে পঞ্জাব। এই ম্যাচেও গ্রিন টপ থাকলে এবং লখনউকে প্রথমে ব্যাট করতে হলে চাপ বাড়বে। ট্রেন্ট বোল্ট, দীপক চাহাররা নতুন বলে ছন্দ ফিরে পেয়েছেন। সঙ্গে তরুণ তুর্কি অশ্বিনী কুমারের ড্রিম ডেবিউ হয়েছিল। পিচে ঘাস কমবে এই প্রত্যাশাই করা হচ্ছে।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেবিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, দিগ্বেশ রাঠি, আকাশ দীপ, রবি বিষ্ণোই, মনিরমন সিদ্ধার্থ
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, বিগ্নেশ পুথুর, মুজিব উর রহমান।