AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: চ্যাম্পিয়ন RCB-কে শুভেচ্ছা, রজতকে প্রশংসায় ভরালেন মহানার্যমান সিন্ধিয়া

IPL 2025 Winner RCB: এ বারের আইপিএলে আরসিবির সাফল্যের রসায়নে উঠে আসে অনেককিছুই। ঠিক যেমন উঠে আসছেন রজত পাতিদার। আরসিবির এই ক্যাপ্টেনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের এক ক্রিকেট কর্তা।

IPL 2025: চ্যাম্পিয়ন RCB-কে শুভেচ্ছা, রজতকে প্রশংসায় ভরালেন মহানার্যমান সিন্ধিয়া
চ্যাম্পিয়ন RCB-কে শুভেচ্ছা, রজতকে প্রশংসায় ভরালেন মহানার্যমান সিন্ধিয়াImage Credit: PTI
| Updated on: Jun 04, 2025 | 2:27 PM
Share

১৮ বছরের অপেক্ষার অবসান। বিরাট কোহলি (Virat Kohli) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরসুমের শুরু থেকেই ট্রফি জেতার অন্যতম দাবিদার ছিল আরসিবিই (RCB)। বোলিং, ব্যাটিং সব বিভাগেই নিজেদের মেলে ধরেছিলেন বিরাট-জশ হ্যাজলউডরা। তারকাখচিত এই টিমকে এক সুতোয় বেঁধেছেন এক তরুণ নেতা। তিনি আর কেউ নন, রজত পাতিদার। সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া — রজতের ক্যাপ্টেন্সির খুঁটিনাটিতে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এই রজত লম্বা রেসের ঘোড়া। হয়তো তিনি বিরাটের ছাঁয়ায় ঢাকা পড়ে গিয়েছেন, কিন্তু রজত যে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি ছিলেন, সেটা প্রমাণ করে দিয়েছেন এই আইপিএলে। সাফল্যের রসায়নে উঠে আসে অনেককিছুই। ঠিক যেমন উঠে আসছেন রজত পাতিদার। আরসিবির এই ক্যাপ্টেনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের এক ক্রিকেট কর্তা। তিনি আর কেউ নন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়া।

গোয়ালিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের চেয়ারম্যান মহানার্যমান সিন্ধিয়া বেঙ্গালুরু টিমকে এ বারের আইপিএল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। মহানার্যমান সিন্ধিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আইপিএল কাপ জিততে বেঙ্গালুরুর ১৮ বছর লেগেছে। মধ্যপ্রদেশের একজন বেঙ্গালুরুকে আইপিএল ট্রফি জেতাল। রজত পাতিদার, তুমি একজন সত্যিকারের নেতা! অভিনন্দন টিম বেঙ্গালুরু!’

Mahanaryaman Scindia X

নিজের এক্স হ্যান্ডেলে এই বার্তাই লিখেছেন মহানার্যমান সিন্ধিয়া

আরসিবির জয়ে যে রজত পাতিদারের বড় ভূমিকা রয়েছে, সে কথাই বোঝাতে চেয়েছেন মহানার্যমান সিন্ধিয়া। উল্লেখ্য, আর কয়েকটা দিন পর ফের ২২ গজে রজতকে অ্যাকশনে দেখা যাবে। ১২ জুন থেকে শুরু হবে মধ্যপ্রদেশ লিগ। সেখানে এ বার গোয়ালিয়র চিতা দলের হয়ে খেলতে দেখা যাবে রজত পাতিদারকে। এই টুর্নামেন্টে এ বছর ৭টি পুরুষ দল ও ৩টি মহিলা দল খেলবে।