AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manoj Tiwari, Gautam Gambhir: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে… গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজের

Indian Cricket Team, ICC Men's T20 World Cup: সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজেও লজ্জার হার হয়েছে টিম ইন্ডিয়ার। আর এই কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ গম্ভীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘরের মাঠে বিশ্বকাপে যদি সাফল্য দিতে না পারেন, তা হলে কোচের পদ থেকে চাকরিও যেতে পারে তাঁর।

Manoj Tiwari, Gautam Gambhir: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে... গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজের
গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মনোজ!
| Edited By: | Updated on: Jan 28, 2026 | 4:52 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ গৌতম গম্ভীরের কোচিং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন ক্রিকেটারের মতে, ভারত যদি এই টুর্নামেন্টে ব্যর্থ হয়, বিসিসিআইকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। ২০২৪ সালে ভারতের কোচ হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। এরপর টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত তুলনামূলকভাবে ভালো ফল পেলেও বাকি দুই ফর্ম্যাটে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও তাঁর কোচিং মেয়াদে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে ভারত। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজেও লজ্জার হার হয়েছে টিম ইন্ডিয়ার। আর এই কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ গম্ভীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘরের মাঠে বিশ্বকাপে যদি সাফল্য দিতে না পারেন, তা হলে কোচের পদ থেকে চাকরিও যেতে পারে তাঁর।

এক সাক্ষাৎকারে মনোজ বলেছেন, “ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ না জিতলে বিসিসিআইয়ের উচিত কোচ গৌতম গম্ভীরের ব্যাপারে বড় সিদ্ধান্ত নেওয়া।” যদিও বিসিসিআই গম্ভীরের পাশে থাকার বার্তা দিয়েছে। মনোজ আরও বলেছেন, বোর্ড সচিব ইতিমধ্যেই জানিয়েছেন যে, গম্ভীর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কোচ হিসেবে থাকবেন এবং তাঁকে সরানোর প্রশ্নও নেই। আবার এর পরই তিনি যোগ করেন, “আমার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ফল না আসে, তাহলে বিসিসিআই ওকে সরিয়ে বড় সিদ্ধান্ত নেবে।”

গম্ভীরের সম্ভাব্য উত্তরসূরি নিয়েও মত দেন তিওয়ারি। প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচের পদের জন্য উপযুক্ত বলে মনে করেন তিনি। অতীতেও মনোজ কিন্তু চাঁছাছোলা বক্তব্য রেখেছেন গম্ভীরকে নিয়ে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল গ্রুপ ‘এ’তে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। ভারত ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে তাদের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপে যে প্রবল চাপ থাকবে গম্ভীরের উপর, তা নিয়ে কোনও সন্দেহ নেই।