Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Matheesha Pathirana: ‘ধোনি ভাইয়ের ভরসা আত্মবিশ্বাসী করেছে’, সাফল্যের স্বাদ পেয়ে বলছেন মাথিশা পাথিরানা

MS Dhoni: আইপিএলে (IPL) ধোনির নেতৃত্বে সিএসকেতে নিজেকে মেলে ধরেছিলেন লঙ্কান তরুণ মাথিশা পাথিরানা। ধোনির দেওয়া প্রতিটা উপদেশকে কাজে লাগিয়ে সাফল্যের স্বাদ পাচ্ছেন তিনি।

Matheesha Pathirana: 'ধোনি ভাইয়ের ভরসা আত্মবিশ্বাসী করেছে', সাফল্যের স্বাদ পেয়ে বলছেন মাথিশা পাথিরানা
Matheesha Pathirana: 'ধোনি ভাইয়ের ভরসা কেরিয়ারের মোড় বদলে দিয়েছে', সাফল্যের স্বাদ পেয়ে বলছেন মাথিশা পাথিরানাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 9:00 AM

নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ছায়ায় তিনি ডালপালা মেলেছেন। এখন টি-২০ ক্রিকেটে সাফল্যের স্বাদ পাচ্ছেন শ্রীলঙ্কার ২০ বছরের তরুণ ক্রিকেটার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। আইপিএলে (IPL) ধোনির নেতৃত্বে সিএসকেতে নিজেকে মেলে ধরেছিলেন লঙ্কান তরুণ মাথিশা পাথিরানা। ধোনির দেওয়া প্রতিটা উপদেশকে কাজে লাগিয়ে সাফল্যের স্বাদ পাচ্ছেন তিনি। আর এই সাফল্যের কৃতিত্ব তিনি দিচ্ছেন মাহিকে। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্টাইকার্সের হয়ে খেলছেন মাথিশা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বোলারদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন মাথিশা। মাহিকে নিয়ে কী বলছেন মাথিশা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি মাথিশা পাথিরানা বলেছেন, ‘তরুণ কোনও ক্রিকেটারের উপর যদি ধোনি ভাই আস্থা রাখেন, তা হলে সেই ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ে। যেমনটা আমার সঙ্গে হয়েছে। মাহি ভাই আমাদের সকলকে আত্মবিশ্বাসী করে তুলেছেন। তিনি আমার উপর আস্থা রাখেন বলে আমার বিশ্বাস আমি সবকিছু করতে পারি। ৪-৫ জন ক্রিকেটার চোট পেয়েছিলেন। মাহি ভাই তরুণদের উপর ভরসা রেখেছিলেন।’

লঙ্কান তরুণ আরও বলেন, ‘আমি মাহি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্রথমত, নম্রতা এবং যে কারণে তিনি এত সফল। ৪২ বছর বয়সী ধোনি এতটা ফিট যে এখনও তিনি প্রচুর ক্রিকেটারদের অনুপ্রেরণা। আমি তাঁর নেতৃত্বে যখন খেলতে গিয়েছিলাম, বাচ্ছা ছিলাম। কেউ চিনত না আমাকে। ওরা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি জানি কোনও টি-২০ ম্যাচ কেমন পারফর্ম করা উচিত। একটা ম্যাচের ৪ ওভার আমি কী ভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেটাও জানি। ধোনি ভাই আমাকে বলেছেন, আমি যদি নিজের শরীরকে চোট আঘাত থেকে দূরে রাখতে পারি তা হলে দেশ ও দলের জন্য অনেক কিছু অর্জন করতে পারব।’

উল্লেখ্য, চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে এখনও অবধি ১২টি উইকেট নিয়েছেন আইপিএলে মাহির দলে খেলা রাইজিং স্টার মাথিশা পাথিরানা। এ ছাড়া আইপিএলের ২টি মরসুমে ১৪টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন তিনি।