Minnu Mani: বাড়ি অবধি যাওয়ার পাকা রাস্তা নেই, সেই ভারতীয় ক্রিকেটারের নামে হল জংশন!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 26, 2023 | 12:05 AM

Minnu Mani junction: একাধিক ক্রীড়াবিদদের নামে স্টেডিয়াম রয়েছে। বিভিন্ন স্টেডিয়ামের স্ট্যান্ড, প্রবেশ দ্বারের নামও রয়েছে বিভিন্ন ক্রীড়াবিদের নামে। দিন কয়েক আগেই তামিলনাড়ুর সালেমে ক্রিকেট অ্যাকাডেমি গড়েছেন ভারতের তারকা বোলার টি নটরাজন। এ বার এক ক্রিকেটারের নামে নামকরণ হল আস্ত একটা জংশনের।

Minnu Mani: বাড়ি অবধি যাওয়ার পাকা রাস্তা নেই, সেই ভারতীয় ক্রিকেটারের নামে হল জংশন!
Minnu Mani: বাড়ি অবধি যাওয়ার পাকা রাস্তা নেই, সেই ভারতীয় ক্রিকেটারের নামে হল জংশন!

Follow Us

কোচি: একাধিক ক্রিকেটারের নামে স্টেডিয়াম রয়েছে। বিভিন্ন স্টেডিয়ামের স্ট্যান্ড, প্রবেশ দ্বারের নামও রয়েছে বিভিন্ন ক্রীড়াবিদের নামে। দিন কয়েক আগেই তামিলনাড়ুর সালেমে ক্রিকেট অ্যাকাডেমি গড়েছেন ভারতের তারকা বোলার টি নটরাজন। এ বার এক মহিলা ক্রিকেটারের নামে নামকরণ হল আস্ত একটা জংশনের। তিনি কেরালার ওয়ানাড়ের চয়মুলার মিন্নু মনি (Minnu Mani)। বাংলাদেশ সফরে (India Tour of Bangladesh) তাঁর জাতীয় দলে অভিষেক হয়েছে। মিন্নু কেরালার নাম উজ্জ্বল করায় ওয়ানাড় জেলার মানাথাবাড়ি পৌরসভা থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়ানাড় জেলার মানাথাবাড়ি পৌরসভার মাইসোর রোড জংশন এ বার থেকে মিন্নু মনি জংশন নামে পরিচিতি পেল। ভারতীয় ক্রিকেটার মিন্নু মনির বাড়ি যাওয়ার পাকা রাস্তা নেই। আর জাতীয় দলে মিন্নুর অভিষেক হওয়ার পর তাঁকে সম্মান জানাতে তাঁর গ্রামে তাঁর নামে জংশন করা হল। মানাথাবাড়ি পৌরসভার পক্ষ থেকে মিন্নুর ছবি দিয়ে এক হোর্ডিং উন্মোচন করা হয়। সেই সময় মিন্নু মনিও ওই স্থানে উপস্থিত ছিলেন। মিন্নুর নামে পরবর্তীতে রাস্তাও করা হবে বলে জানিয়েছেন সেখানকার বিধায়ক। তার আগেই মিন্নু মনির নামে জংশন তৈরি হল।

বাংলাদেশের বিরুদ্ধে ডেবিউ টি-২০ ম্যাচে ১টি উইকেট পেয়েছিলেন মিন্নু মনি। ওই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তিনি পেয়েছিলেন ২টি করে উইকেট। প্রসঙ্গত, উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে মিন্নু মনি ৩টি ম্যাচে খেলেছিলেন। তার মধ্যে মাত্র ১টি ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। এবং ১টি বোলিং করার সুযোগ পেয়েছিলেন।

মিন্নু মনির আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তাঁর নামের জংশন উদ্বোধনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

Next Article