AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS Signed Mitchell Owen: পন্টিংয়ের অস্ট্রেলিয়া প্রীতি! ম্যাক্সির পরিবর্তে পাকিস্তানের লিগে খেলা ক্রিকেটার পঞ্জাবে

IPL 2025, PBKS vs LSG: বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে তাঁর অস্ট্রেলিয়া প্রীতিই দেখা গিয়েছে। মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্টলেট, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, অ্যারন হার্ডি। জঘন্য পারফরম্যান্সের পর আঙুলের চোট। মরসুমের বাকি সময় থেকে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর পরিবর্তেও সই করানো হল অস্ট্রেলিয়ার এক ক্রিকেটারকেই!

PBKS Signed Mitchell Owen: পন্টিংয়ের অস্ট্রেলিয়া প্রীতি! ম্যাক্সির পরিবর্তে পাকিস্তানের লিগে খেলা ক্রিকেটার পঞ্জাবে
Image Credit: Albert Perez - CA/Cricket Australia via Getty Images)
| Updated on: May 04, 2025 | 2:43 PM
Share

মিনি অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের পর পঞ্জাব কিংসকে নিয়ে এমনই বলা হচ্ছিল। এ মরসুমেই তাদের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন রিকি পন্টিং। বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে তাঁর অস্ট্রেলিয়া প্রীতিই দেখা গিয়েছে। মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্টলেট, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, অ্যারন হার্ডি। জঘন্য পারফরম্যান্সের পর আঙুলের চোট। মরসুমের বাকি সময় থেকে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর পরিবর্তেও সই করানো হল অস্ট্রেলিয়ার এক ক্রিকেটারকেই! তিনি আবার পাকিস্তান সুপার লিগেও খেলছেন!

অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার মিচেল আওয়েনকে সই করাল পঞ্জাব কিংস। আইপিএলের মঞ্চে আনকোড়া এই প্লেয়ারকে ৩ কোটিতে নিল প্রীতির টিম। আপাতত পাকিস্তান সুপার লিগে (PSL) পেশোয়ার জালমিতে খেলছেন মিচেল। পিএসএলে তাঁর দৌড় শেষ হলে আইপিএলে পঞ্জাব কিংসে যোগ দেবেন এই অজি ক্রিকেটার। ৯ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পেশোয়ার জালমি। তাতেই তাদের দৌড় শেষ হয়ে যেতে পারে। এরপরই পঞ্জাব টিমে যোগ দেওয়ার কথা মিচেল আওয়েনের।

অস্ট্রেলিয়ার ২৩ বছরের এই ক্রিকেটার বিগ ব্যাশে ঝড় তুলেছিলেন। ফাইনালের মঞ্চে ৪২ বলে ১০৮ রানের ইনিংস খেলেও সাড়া ফেলে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের গত সংস্করণে ১১ ইনিংসে করেছেন ৪৫২ রান। স্ট্রাইকরেট ২০০-র উপর। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগেও নজর কেড়েছেন। পিএসএলে করবিন বশের পরিবর্ত হিসেবে সই করানো হয়েছিল তাঁকে। করবিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তাব পেতেই পাকিস্তানের লিগ ছেড়ে মুম্বইতে যোগ দিয়েছিলেন। সেই মিচেল আওয়েনই এখন আইপিএলে খেলবেন। তবে বিগ ব্যাশে ঝড় তুললেও ভারতের পিচে কতটা সাফল্য পাবেন, এই নিয়ে সন্দেহ থাকেই।