WTC Final 2023: ‘এটা সাধারণ ম্যাচ নয়, WTC ফাইনাল’, ক্ষুব্ধ সামি জানালেন আম্পায়ারের সিদ্ধান্তে ‘না-খুশ’ ভারতীয় শিবির

Shubman Gill Catch controversy in WTC Final 2023 : ওভালে চতুর্থ দিন শুভমন গিলের আউটের সিদ্ধান্ত ভারতীয় শিবির ভালো ভাবে নেয়নি। মহম্মদ সামি জানান, ভারতীয় শিবিরের মতে এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে আম্পায়ারের উচিত ছিল আরও ভালো করে ওই আউটের বিষয়টি খতিয়ে দেখা।

WTC Final 2023: 'এটা সাধারণ ম্যাচ নয়, WTC ফাইনাল', ক্ষুব্ধ সামি জানালেন আম্পায়ারের সিদ্ধান্তে 'না-খুশ' ভারতীয় শিবির
'এটা সাধারণ ম্যাচ নয়, WTC ফাইনাল', ক্ষুব্ধ সামি জানালেন আম্পায়ারের সিদ্ধান্তে 'না-খুশ' ভারতীয় শিবির
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 12:20 PM

লন্ডন: টিম ইন্ডিয়া আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) ট্রফির মাঝে ফের সেই দেওয়াল হয়ে দাঁড়ালেন আম্পায়ার রিচার্ড কোটেলবরো। তিনি ভারতের জন্য অতীতেও ‘আনলাকি’ বলে প্রমাণিত হয়েছেন। ওভালে তাঁর এক সিদ্ধান্ত ঘিরে চরম বিতর্ক চলছে। শুভমন গিলের (Shubman Gill) বিতর্কিত আউটের সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নিতে পারছে না ভারতীয় শিবির। তাই সরাসরি আম্পায়ারের দিকে আঙুল তুলতেও দ্বিধাবোধ করলেন না ভারতের সিনিয়র তারকা বোলার মহম্মদ সামি (Mohammed Shami)। চতুর্থ দিনের খেলার শেষে তিনি দলের পক্ষ থেকে জানালেন, ক্যামেরন গ্রিনের ক্যাচে গিলের আউটের সিদ্ধান্ত আম্পায়ারের আরও খতিয়ে দেখে নেওয়া উচিত ছিল। আর কী বললেন সামি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গিলের আউটের সিদ্ধান্ত যে ভারতীয় শিবির ভালো ভাবে নেয়নি তা সামির কথায় পরিষ্কার। তিনি বলেন, ‘ওই সিদ্ধান্ত নেওয়ার আগে আম্পায়ার আরও একটু সময় নিতে পারতেন। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছি। এটা কোনও সাধারণ ম্যাচ নয়। তাই হালকা ভাবে নেওয়া যায় না। আরও ভালো করে পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আরও জুম করে দেখা যেতেই পারত। আম্পায়ার যখন সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং এটাকে খেলার অংশ হিসেবেই ধরতে হবে। আমরা আর এটা নিয়ে ভাবতে চাইছি না। কারণ পঞ্চম দিনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এ বার দেখা যাক কী হয়।’

ওভালে আজ, রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম তথা শেষ দিন। ভারতের সামনে দীর্ঘ এক দশকের আইসিসি ট্রফির খরা কাটানোর একটা সুযোগ। একইসঙ্গে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের সুযোগও বিরাট-রোহিতদের কাছে। ওভাল স্টেডিয়ামে ও টেস্টের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে ভারত জিততে পারলেই হবে স্বপ্নপূরণ। WTC-র উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এ বার অজিদের হারিয়ে ভারতীয় দলের কাছে দ্বিতীয় বার ট্রফি জেতার একটা সুযোগ। যদিও ভারতের সঙ্গে ট্রফির দূরত্ব এখনও অনেকটাই। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রান তাড়া করতে হত ভারতকে। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৪। ম্যাচ জিতে ইতিহাস গড়তে এবং ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটাতে ভারতের প্রয়োজন আরও ২৮০ রান। টিম ইন্ডিয়ার হাতে রয়েছে সাতটি উইকেট। এ বার দেখার অগ্নিপরীক্ষায় উতরোতে কি পারবে ভারত?