AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni, CSK: ‘জানি না পরের ম্যাচটা খেলব নাকি’, ধোনির মুখে হঠাৎ এ কথা কেন?

IPL 2025, CSK vs PBKS: আর কি মাঠে দেখা যাবে না ধোনিকে? প্রশ্নগুলো মাথায় এলেই বুক কেঁপে ওঠে ভক্তদের। হয়তো কারও কারওর রহস্য-রোমাঞ্চ গল্পের মতো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোতও নেমে যেতে পারে। হঠাৎ এমন কী বললেন ধোনি?

MS Dhoni, CSK: 'জানি না পরের ম্যাচটা খেলব নাকি', ধোনির মুখে হঠাৎ এ কথা কেন?
Image Credit: BCCI
| Edited By: | Updated on: Apr 30, 2025 | 10:03 PM
Share

কলকাতা: কোটি কোটি ক্রিকেট প্রেমীদের ‘দিলোঁ কা ধড়কন’ মহেন্দ্র সিং ধোনি। মাহি মানে আবেগ। আর কি দেখা যাবে না তাঁর ব্যাটে হেলিকপ্টার শট? জটিল অঙ্কের সমাধান করলে বলা হবে না ‘থালা ফর এ রিজন’? আর কি মাঠে দেখা যাবে না ধোনিকে? প্রশ্নগুলো মাথায় এলেই বুক কেঁপে ওঠে ভক্তদের। হয়তো কারও কারওর রহস্য-রোমাঞ্চ গল্পের মতো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোতও নেমে যেতে পারে। হঠাৎ এমন কী বললেন ধোনি?

দল সমস্যায় পড়লেই বোলিংয়ের সময় হাতে গ্লাভস পরে ফিল্ডিং সাজানো, বোলিংয়ের স্ট্র্য়াটেজি বোঝানো। ব্যাট হাতে তো বলার অপেক্ষাই রাখে না। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ফিনিশার তিনি। ক্য়াপ্টেন হিসেবেও তাঁর কৃতিত্ব ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একের পর এক চোখধাঁধানো ইনিংস, দুরন্ত ফিনিশ সবই কি অতীত হতে চলেছে? ২০২৩ আইপিএলের সময় ড্য়ানি মরিসন যখন ধোনিকে বলেন যে আপনার শেষ আইপিএল কেমন উপভোগ করছেন। উত্তরে ধোনি বলেন,’আপনি ঠিক করে নিয়েছেন যে এটাই আমার শেষ আইপিএল, আমি নয়’। উত্তরে স্পষ্ট হয়ে গিয়েছিল যে অবসরের কথা ভাবছেন না ধোনি। এ বার ফের সেই ড্য়নি মরিসনই আবার তাঁর অবসর নিয়ে প্রশ্ন তুললেন। কিন্তু এ বার উত্তরটা একটু অন্য রকম। ঠিক কি কথা হল তাঁদের মধ্যে?

পঞ্জাব ও চেন্নাইয়ের ম্য়াচের টসের পরে ড্য়ানি মরিসন হেসে মজার ছলেই ধোনিকে জিজ্ঞেস করেন যে, এটা কি শেষ আইপিএল হতে চলেছে তাঁর, নাকি ২০২৬-এর আইপিএলও খেলতে চলেছেন তিনি? তাতে ধোনিও তাঁর উত্তরে মজা করেই বলেন যে তিনি নিজেই জানেন না। তিনি তো এটাও জানেন না যে পরের ম্য়াচ খেলবেন নাকি। ড্যানি মরিসন প্রশ্ন করেন, ‘পরের বছরও আইপিএলে কি আবার ফিরে আসবেন?’ উত্তরে ধোনি বলেন, ‘আমি জানি না। আমি তো এটাই জানি না যে, পরের ম্য়াচটা খেলব নাকি।’ দু’জনের কথোপকথোনই মজার ছলে হয়। যা থেকে এখনও স্পষ্ট নয় যে আদেও পরের মরসুমে তাঁকে দেখা যাবে নাকি।