MS Dhoni-Lionel Messi: দ্য আল্টিমেট কোলাব! ধোনির দিকে বল বাড়ালেন মেসি, তারপর যা ঘটল…

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে লিওনেল মেসি ও মহেন্দ্র সিং ধোনির এক ভিডিয়ো। একসঙ্গে মেসি ও ধোনি --- এ দৃশ্য অনেকের কল্পনার বাইরে। এ বার সেটাই বাস্তবায়িত হল।

MS Dhoni-Lionel Messi: দ্য আল্টিমেট কোলাব! ধোনির দিকে বল বাড়ালেন মেসি, তারপর যা ঘটল...
দ্য আল্টিমেট কোলাব! ধোনির দিকে বল বাড়ালেন মেসি, তারপর যা ঘটল...Image Credit source: X

Apr 18, 2025 | 8:03 PM

ফুটবল বিশ্বে সেরার সিংহাসনে রাজ করছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন সুপারস্টারের পায়ের জাদু দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। ফুটবলের দুনিয়ায় মেসি তো রাজা, তাঁর মতো ক্রিকেটে যদি কাউকে বাছতে হয়, তা হলে অনেকেই এগিয়ে রাখবেন মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। এ বার দুই খেলার দুই কিংবদন্তি এক ফ্রেমে!

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে লিওনেল মেসি ও মহেন্দ্র সিং ধোনির এক ভিডিয়ো। একসঙ্গে মেসি ও ধোনি — এ দৃশ্য অনেকের কল্পনার বাইরে। এ বার সেটাই বাস্তবে পরিণত করল Lay’s India। ইন্সটাগ্রামে মেসি ও ধোনির একটি কোলাব ভিডিয়ো শেয়ার করেছে তারা। যেখানে দেখা যায়, মেসি একটি ফুটবল পায়ে নাচাচ্ছেন। একটু পরেই তিনি তা বাড়িয়ে দেন ধোনির দিকে।

১৬.৩ মিলিয়ন মানুষ ইন্সটাগ্রামে শেয়ার করা ওই ভিডিয়োটি দেখেছেন। প্রচুর লাইক ও কমেন্টও পড়েছে ভিডিয়োটি। দুই সুপারস্টারের অনুরাগীরা এই কোলাব দেখে খুশিতে ডগমগ। লিওনেল মেসি এবং মহেন্দ্র সিং ধোনির অনুরাগীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই ভিডিয়ো প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে।

বর্তমানে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাচ্ছে ১৮তম আইপিএলে খেলতে। সেখানে ঋতুরাজ গায়কোয়াড় আচমকা চোট পাওয়ার ফলে ফের ধোনি পেয়েছেন চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন এ বার সকলকে চমকে দিচ্ছে। ভালো পারফরম্যান্সের জন্য নয়। পয়েন্ট টেবলের লাস্ট বয় হিসেবে। কারণ, সিএসকে যে ৭ ম্যাচে খেলেছে, তাতে জয় মাত্র ২টি, হার ৫টি। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে না পারলে এ বারের মতো সিএসকের ট্রফির কাছে পৌঁছনো হবে না।