MS Dhoni-Preity Zinta: ভুবনভোলানো হাসি মুখ, কিংস লড়াইয়ে তড়াক করে লাফ প্রীতির; অবাক হয়ে দেখলেন মাহি
PBKS vs CSK, IPL 2025: আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে ২১৯ রান তুলেছিল পঞ্জাব কিংস। ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০১ রানে থামে সিএসকে।

কলকাতা: শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস (Punjab Kings) আবার জয়ে ফিরেছে। মুল্লানপুরে আইপিএলের (IPL) এ মরসুমে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিলেন শ্রেয়সরা। এ বার সেখানেই চেন্নাই সুপার কিংসকে হারাল পঞ্জাব। ওপেনার প্রিয়াংশ আর্যর ১০৩ রান দলকে বড় টার্গেট দিতে সাহায্য করেছিল। প্রিয়াংশ ছাড়া পঞ্জাবের টপ অর্ডার সিএসকের (CSK) বিরুদ্ধে ব্যর্থ হয়েছিল। শূন্যে ফেরেন প্রভসিমরন সিং। ক্যাপ্টেন শ্রেয়স ৯ রান করেন। মার্কাস স্টইনিস ৪, নেহাল ওয়াদেরা ৯, গ্লেন ম্যাক্সওয়েল ১। শশাঙ্ক সিং প্রথমে প্রিয়াংশ তারপর মার্কো জ্যানসেনের সঙ্গে জুটিতে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। শশাঙ্ক ৫২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তিনি যখন ৩৭ রানে ছিলেন, সেই সময় তাঁকে মাঠছাড়া করার সুবর্ণ সুযোগ মিস করেন চেন্নাইয়ের ফিল্ডাররা। সেই সময় খুশিতে লাফিয়ে ওঠেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা।
পঞ্জাবের ইনিংসের ১৭তম ওভারে নুর আহমেদ বোলিংয়ে আসেন। সেই সময় নুরের গুগলিতে শশাঙ্ক একটি স্লগ-সুইপ মারেন। রাচিন রবীন্দ্র চেষ্টা করেছিলেন ক্যাচ তালুবন্দি করার। কিন্তু পারেননি। যা দেখে গ্যালারিতে আর শান্ত হয়ে বসে থাকতে পারেননি পঞ্জাবের মালকিন প্রীতি। দু’হাত শূন্যে ছুড়ে খুশিতে মাতোয়ারা হতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
Preity zinta cutie enjoying shashank’s catch drop😇😇 Thankyou csk 🤣🤣 #CSKvsPBKS #pbksvscsk pic.twitter.com/xpCdtuuz6v
— gαנαℓ (@Gajal_Dalmia) April 8, 2025
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, প্রীতির খুশিতে লাফ দেখানোর পরই ক্যামেরা ঘোরে মাঠে থাকা ধোনির দিকে। সেই সময় ধোনির চোখ-মুখ বলে দিচ্ছিল তিনি এই ক্যাচ মিসে অত্যন্ত অবাক। ধোনির দলকে হারানোর পর শশাঙ্ক সিং বলেন, “আমি যখন ব্যাট করতে নামলাম, তখন আমাদের পাঁচ উইকেটে ৯০ রানের কাছাকাছি ছিল। আমার পরিকল্পনা ছিল ন্যূনতম ঝুঁকি নিয়ে সেরা খেলাটা তুলে ধরা। আমার ভূমিকা ছিল প্রিয়াংশকে বেশি স্ট্রাইক দেওয়া। ও যেভাবে ব্যাট করছিল, আমি জানতাম যদি ও ১৫-১৬ ওভারের কাছাকাছি ব্যাট করে, তা হলে আমরা ২০০ এর কাছাকাছি পৌঁছে যাব এবং এই মাঠে ২০০ একটা ঠিকঠাক রান বলা যায়।”
