IND vs BAN: বোলারদের চ্যালেঞ্জ স্কাইয়ের, ছোট মাঠে বড় স্কোরের লক্ষ্য ভারতের
India vs Bangladesh, 2nd T20: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছেন। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কেমন হল দুই দলের একাদশ? টস শেষে কী বললেন দুই ক্যাপ্টেন? জেনে নিন বিস্তারিত।
কলকাতা: গৌতম গম্ভীরের হোমটাউনে আজ ‘বাংলাদেশ-বধ’ এর লক্ষ্য নিয়ে নামছে টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছিলেন স্কাই। দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) টস জিতেছেন। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কেমন হল দুই দলের একাদশ? টস শেষে কী বললেন দুই ক্যাপ্টেন? জেনে নিন বিস্তারিত।
টসের পর বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত জানান, দ্বিতীয় ইনিংসে তিনি শিশিরের প্রভাব মনে করছেন। এখানে হাইস্কোরিং ম্যাচ হয়েছে আইপিএলে। শেষ দুটো ম্যাচ এখানে জিতলেও আজ নতুন ম্যাচ। ব্যাটিং বিভাগ হিসেবে পাওয়ার প্লে-তে ভালো খেলতে হবে। শরিফুলের পরিবর্তে তানজিম হাসান সাকিব।
দিল্লিতে যে দুটি শেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ, তার দুটিতেই জিতেছিল টাইগার্সরা। যে কারণে দিল্লি বাংলাদেশের কাছে ‘পয়া’ মাঠ। কিন্তু স্কাই ব্রিগেড আজই সিরিজ মুঠোয় ভরতে চান। ভারতীয় ব্যাটাররা এই ব্যাটিং পিচে কত রান তুলতে পারেন, সেদিকে বিশেষ নজর থাকবে। একইসঙ্গে বোলারদের জন্য আজ বড় পরীক্ষা হতে চলেছে। টসের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরাও ব্যাট করতাম। গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে, পরের দিকে শিশির থাকবে। বোলারদের একটু চ্যালেঞ্জের সামনে ফেলতে চাই। অপরিবর্তিত একাদশ।’
এই খবরটিও পড়ুন
এই মাঠে ২০০-র বেশি স্কোরও নিরাপদ নয়। আইপিএলের গত সংস্করণে তা দেখা গিয়েছিল। স্কোয়ার বাউন্ডারি, উইকেটের পিছনে বাউন্ডারি ছোট হওয়ায় স্কাইয়ের মতো যাঁদের শটের বৈচিত্র রয়েছে, তাঁদের সামলানো বোলারদের কঠিন হতে চলেছে। এই মাঠে বিশেষ নজর থাকবে রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদবের দিকে। তাঁর ঘরের মাঠ। যে কারণে বলা যায় রাজধানীতে নামছেন রাজধানী এক্সপ্রেস। অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি গতির ঝড় তুলতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের একাদশ – সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।
ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশের একাদশ – নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকের আলি ও তানজিম হাসান সাকিব।