IPL 2025: ফাইনালে MI এর মুখে নামতে হবে না আরসিবিকে, সামনে এল অবাক পরিসংখ্যান, মিলে গেলেই…

PBKS vs MI: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-সন্ধেয় মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস এবং হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের ক্রিকেটাররা আজ জান-প্রাণ দিয়ে চাইবেন ম্যাচ জিততে।

IPL 2025: ফাইনালে MI এর মুখে নামতে হবে না আরসিবিকে, সামনে এল অবাক পরিসংখ্যান, মিলে গেলেই…
ফাইনালে MI এর মুখে নামতে হবে না আরসিবিকে, সামনে এল অবাক পরিসংখ্যান, মিলে গেলেই…Image Credit source: PTI

Jun 01, 2025 | 3:48 PM

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই মিলবে ১৮তম আইপিএলের (IPL) দ্বিতীয় ফাইনালিস্ট। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-সন্ধেয় মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস এবং হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের ক্রিকেটাররা আজ জান-প্রাণ দিয়ে চাইবেন ম্যাচ জিততে। এরই মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা একদিকে স্বস্তি দিচ্ছে আরসিবিকে (RCB)। অপরদিকে অস্বস্তি বাড়াচ্ছে মুম্বই শিবিরের। যা একবার মিলে গেলে, এ বারের মতো আর ফাইনালে খেলা হচ্ছে না মুম্বইয়ের। কী সেই তথ্য?

বিষয়টা একটু পরিষ্কার করা যাক। আসলে পরিসংখ্যান বলছে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের অতীতের রেকর্ড খুব একটা ভালো নয়। এই মাঠকে যে কারণে অনেকে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য অপয়াও বলেন। পরিসংখ্যানের দিক থেকে দেখতে হলে, এই মাঠে শেষ ৬টি ম্যাচ খেলে ৫টিতে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়। ২০১৪ সালের পর থেকে ওই মাঠে আর জয়ের স্বাদও পায়নি মুম্বই। এই তথ্য স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীদের। 

যদি এ বারও মুম্বই এই স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার হারে, তা হলে লাভ হবে আরসিবির। কারণ, মুম্বই ফাইনালে উঠতে না পারলে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে বেঙ্গালুরুকে। সেক্ষেত্রে দুটো এমন দল ট্রফির শেষ লড়াইয়ে নামবে, যাদের শিবিরে এখনও অবধি একটি ট্রফিও আসেনি।