Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Women’s Cricket Team: স্মৃতিদের ‘এক টুকরো ভালোবাসা’ দিলেন নেপালের ক্রিকেটাররা, যে দৃশ্য কখনও ভোলার নয়…

এখন ভারতীয় মহিলা ক্রিকেট টিম এশিয়া কাপে ব্যস্ত। হরমনপ্রীত-স্মৃতিকে কাছে পেয়ে একাধিক টিমের মহিলা ক্রিকেটাররা তাঁদের থেকে টিপস নিয়েছেন। একসঙ্গে ছবি তুলেছেন। তাঁরাও সৌহার্দ্য দেখাতে ভোলেননি।

Indian Women's Cricket Team: স্মৃতিদের 'এক টুকরো ভালোবাসা' দিলেন নেপালের ক্রিকেটাররা, যে দৃশ্য কখনও ভোলার নয়...
Indian Women's Cricket Team: স্মৃতিদের 'এক টুকরো ভালোবাসা' দিলেন নেপালের ক্রিকেটাররা, যে দৃশ্য কখনও ভোলার নয়...Image Credit source: BCCI Women X
Follow Us:
| Updated on: Jul 24, 2024 | 2:34 PM

কলকাতা: সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মারা বিশ্ব ক্রিকেটে নিজেদের যে জায়গা করেছেন, তা যে কোনও তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। তাঁরা গ্লোবাল আইকন। মহিলাদের ক্রিকেটে সেই জায়গাটা তৈরি করেছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। এখন ভারতীয় মহিলা ক্রিকেট টিম এশিয়া কাপে ব্যস্ত। হরমনপ্রীত-স্মৃতিকে কাছে পেয়ে একাধিক টিমের মহিলা ক্রিকেটাররা তাঁদের থেকে টিপস নিয়েছেন। একসঙ্গে ছবি তুলেছেন। তাঁরাও সৌহার্দ্য দেখাতে ভোলেননি। নেপালের বিরুদ্ধে ভারত বড় ব্যবধানে জিতে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করেছে। এই ম্যাচের শেষে স্মৃতির হাতে এক টুকরো ভালোবাসা তুলে দেন নেপালের ক্যাপ্টেন।

মহিলাদের চলতি এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করে শেষ চারে স্মৃতি মান্ধানারা। প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ সফর শুরু করেছিলেন হরমনপ্রীত কৌররা। এরপর সংযুক্ত আরব আমিরশাহিকে ৭৮ রানের বড় ব্যবধানে হারায় উইমেন্স ইন ব্লু। এরপর নেপালের বিরুদ্ধে ৮২ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ভারতের মেয়েরা। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর নেপালের বিরুদ্ধে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে নেপালের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। শুরুতে ব্যাটিং বেছে নিলেও নিজে নামেননি।

নেপালের বিরুদ্ধে ৪৮ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। ৩ রানের জন্য অর্ধশতরান মিস করেন দয়ালান হেমলতা। ৩ উইকেটে ১৭৮ রান তোলে ভারত। এরপর দীপ্তি, রাধা, অরুন্ধতীর দাপতে ৯ উইকেটে ৯৬ রানে থেমে যায় নেপাল। টিম হারলেও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ম্যাচের শেষে সময় কাটাতে দেখা যায় নেপালের ক্রিকেটারদের। নেপাল ক্যাপ্টেন ইন্দু বর্মা তাঁর টিমের পক্ষ থেকে ভারত অধিনায়ক স্মৃতি মান্ধানার হাতে একটি উপহার তুলে দেন। তা হল গৌতম বুদ্ধর শো-পিস। এরপর একসঙ্গে তাঁরা পোজ দিয়ে ছবি তোলেন।

ম্যাচের শেষে নেপালের ক্রিকেটাররা স্মৃতি মান্ধানার সঙ্গে ছবি তোলেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে। সেখানে দেখা যায় হাসিমুখে সকলের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা।