IPL 2024: প্রচন্ড গরম থেকে বাঁচতে মাঠেই কোহলিদের জন্য ছাতার ব্যবস্থা

IPL 2024, KKR vs RCB: প্রচন্ড গরম। হিট স্ট্রোকের সম্ভাবনা আছেও। এই গরমে ক্রিকেটারদের সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরি। ড্রিঙ্কস ব্রেকে অভিনব দৃশ্য দেখা গেল ইডেনে। প্রচন্ড রোদের মধ্যে ফিল্ডিং করতে হচ্ছে ক্রিকেটারদের। তাই স্ট্র্যাটেজিক টাইম আউট বা ড্রিঙ্কস ব্রেকের সময় ক্রিকেটারদের সুস্থতার কথা ভেবে আরসিবির ডাগ আউট থেকে কোহলিদের জন্য জল, গ্লুকোজের সঙ্গে ছাতা নিয়ে মাঠের ভেতরে গেলেন সতীর্থ, সাপোর্ট স্টাফরা।

IPL 2024: প্রচন্ড গরম থেকে বাঁচতে মাঠেই কোহলিদের জন্য ছাতার ব্যবস্থা
Image Credit source: OWN PHOTOGRAPH

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 21, 2024 | 4:44 PM

কলকাতা: শহরে এখন তীব্র দাবদাহ। ৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে শহর। সূর্যের তেজ যেন পুড়িয়ে দিচ্ছে শরীরকে। রোদের মধ্যে কয়েক সেকেন্ড দাঁড়ানোই দায় হয়ে দাঁড়িয়েছে। গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। এরই মধ্যে শহরে বিরাট উন্মাদনা। কারণ আইপিএলে কেকেআর-আরসিবি ম্যাচ। বিরাট কোহলির ম্যাচ দেখতে ভরদুপুরেই ইডেনমুখী জনতা। টিকিট আগেই সোল্ড আউট হয়ে গিয়েছিল। রবি দুপুরেও ময়দান চত্বরে টিকিটের খোঁজ করলেন ক্রিকেটপ্রেমীরা। ইডেনে এখন গ্যালারির বেশিরভাগ অংশেই শেড নেই। নতুন ভাবে ক্রিকেটের নন্দনকাননকে সাজানোর ভাবনা আছে। দর্শকরা অবশ্য রোদের তেজে পুড়েই বিরাট ম্যাচের উপভোগ করলেন।

প্রচন্ড গরম। হিট স্ট্রোকের সম্ভাবনা আছেও। এই গরমে ক্রিকেটারদের সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরি। ড্রিঙ্কস ব্রেকে অভিনব দৃশ্য দেখা গেল ইডেনে। প্রচন্ড রোদের মধ্যে ফিল্ডিং করতে হচ্ছে ক্রিকেটারদের। তাই স্ট্র্যাটেজিক টাইম আউট বা ড্রিঙ্কস ব্রেকের সময় ক্রিকেটারদের সুস্থতার কথা ভেবে আরসিবির ডাগ আউট থেকে কোহলিদের জন্য জল, গ্লুকোজের সঙ্গে ছাতা নিয়ে মাঠের ভেতরে গেলেন সতীর্থ, সাপোর্ট স্টাফরা। রোদের হাত থেকে কিছুক্ষণের জন্য রক্ষা পাওয়া আর কি। সাময়িক বিরতি যাকে বলে।

ক্রিকেটারদের সুস্থতার কথা ভেবেই অভিনব পন্থা নিতে দেখা গেল কোহলিদের টিম ম্যানেজমেন্টকে। এর আগে ক্রিকেট মাঠে সচরাচর এমন ছবি দেখা যায়নি। এদিন কেকেআর গ্যালারিতে ভাগ বসিয়েছে বিরাটের আরসিবি। খেলার শুরু থেকেই কোহলির জন্য চিৎকার দর্শকদের।