AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shan Masood: ১৫৬ নট আউট, অস্ট্রেলিয়ার মাটিতে জ্বলে উঠলেন পাকিস্তানের নয়া নেতা শান মাসুদ

Pakistan tour of Australia: প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে আপাতত ক্যানবেরায় ওয়ার্ম আপ ম্যাচ খেলছে শান মাসুদের পাকিস্তান। এই সফরেই পাকিস্তানের টেস্ট টিমের স্থায়ী নেতা হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শান মাসুদ (Shan Masood)।

Shan Masood: ১৫৬ নট আউট, অস্ট্রেলিয়ার মাটিতে জ্বলে উঠলেন পাকিস্তানের নয়া নেতা শান মাসুদ
অস্ট্রেলিয়ার মাটিতে আগুনে ফর্মে শান মাসুদ।Image Credit: X
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 1:55 PM
Share

ক্যানবেরা: ওডিআই বিশ্বকাপের পর পাকিস্তানের (Pakistan) নতুন টেস্ট দলের নেতা হয়েছেন শান মাসুদ (Shan Masood)। তাঁর নেতৃত্বে এ বার পাক টিমের নতুন পথচলা শুরু হল। অস্ট্রেলিয়া সফর ক্যাপ্টেন শানের জন্য এবং তাঁর দলের জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলছে পাকিস্তান। তাতে দুরন্ত পারফর্ম করলেন শান মাসুদ। একেবারে অধিনায়োকচিত ইনিংস উপহার দিলেন তিনি। চারদিনের ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দিনে তিনি ১৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের নয়া অধিনায়ক শান মাসুদ ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দিন দুরন্ত পারফর্ম করেছেন। মানুকা ওভালে অধিনায়োকচিত ১৫৬ অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন শান। এই ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও ১টি ছয় দিয়ে। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ অবধি ক্রিজে ছিলেন শান। আজ, বুধবার দিনের শেষ সেশনে ৬৫তম ওভারের শেষে শান টড মার্ফির বলে ৩ রান নিয়ে শতরান পূরণ করেন শান মাসুদ।

৮৬তম ওভারে নাথান ম্যাকঅ্যান্ড্রুর বলে চার মেরে ১৫০ রান পূর্ণ করেন পাক টেস্ট নেতা শান মাসুদ। দিনেশ শেষে ২৩৫ বলে ১৫৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পাক নেতা। মাসুদের পাশাপাশি পাক ওপেনার আবদুল্লা শফিক ৩৮ রান করেন। প্রাক্তন পাক নেতা বাবর আজম ওয়ার্ম আপ ম্যাচে ৪০ রান করেন। এবং পাক উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ করেন ৪১ রান। এর ফলে প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেট ৩২৪ রান।