AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ODI: ওয়ান ডে ম্যাচে অবাক কাণ্ড! ১০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

প্রিয় তারকারা যখন চার-ছয়ের বন্যা বইয়ে দেন, সেই সময় গ্যালারি থেকে স্লোগান ওঠে। ঠিক তেমনই যখন প্রিয় বোলার উইকেট তুলে নেন, সেই সময় তিনিই যে সেরা, তা প্রমাণ করার চেষ্টা করেন দর্শকরা। আন্তর্জাতিক ক্রিকেটের ওডিআই ফর্ম্যাটে এই ঘটনা অতীতে কখনও হয়নি।

ODI: ওয়ান ডে ম্যাচে অবাক কাণ্ড! ১০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড
ODI: ওয়ান ডে ম্যাচে অবাক কাণ্ড! ১০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডImage Credit: X
| Updated on: Feb 17, 2025 | 5:41 PM
Share

ক্রিকেট বড়ই মজার খেলা। প্রিয় তারকারা যখন চার-ছয়ের বন্যা বইয়ে দেন, সেই সময় গ্যালারি থেকে স্লোগান ওঠে। ঠিক তেমনই যখন প্রিয় বোলার উইকেট তুলে নেন, সেই সময় তিনিই যে সেরা, তা প্রমাণ করার চেষ্টা করেন দর্শকরা। আন্তর্জাতিক ক্রিকেটের ওডিআই ফর্ম্যাটে এই ঘটনা অতীতে কখনও হয়নি। ৫৪ বছর আগে ওডিআই ক্রিকেট খেলা শুরু হয়। এই প্রথম বার কোনও টিমের পেসাররা একটিও বল করলেন না। আর স্পিনাররা সাবাড় করলেন ১০ উইকেট। হল বিশ্বরেকর্ডও। কোন দুই দল এই কীর্তির সঙ্গে জড়িত?

ওমানের রাজধানী মাসকাটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর নবম গ্রাউন্ড। সেখানকার পিচ বেশ শুষ্ক ও মন্থর। সেটাই কাজে লাগান ওমান অধিনায়ক যতীন্দর সিং। নামিবিয়ার বিরুদ্ধে তিনি দলের স্পিনারদের উপর সর্বাধিক ভরসা রেখেছিলেন। তার ফলও পেয়েছেন। বিশ্বরেকর্ড গড়েছে ওমান টিম। কারণ, কোনও ম্যাচের এক ইনিংসে স্পিনার দিয়ে প্রতিপক্ষকে অলআউট করা একমাত্র টিম ওমান। ওডিআই ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার পেস বোলার ব্যবহার না করার রেকর্ডও ওমানের খাতায়।

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর ম্যাচে ৯৬ রানে গুটিয়ে যায় নামিবিয়া। ওমান শেষ অবধি ২ উইকেটে ম্যাচ জেতে। নামিবিয়ার বিরুদ্ধে ২৫ রানে ৪ উইকেট নেন বাঁ হাতি স্পিনার শাকিল আহমেদ। অফ স্পিনার জয় ওলেন্দ্রা ও বাঁ হাতি স্পিনার আমির কালিম নিয়েছেন দুটো করে উইকেট। নামিবিয়ার ৩৩.১ ওভারের ইনিংসে ওমান টিমের পক্ষ থেকে একজন পেসারকেও ব্যবহার করা হয়নি। যা এখনও অবধি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে দীর্ঘ স্পিন বোলিং ইনিংস।