IND vs NZ, CT 2025: ভারতকে তাড়াতাড়ি চাপ দিতে চাই… সেমির আগে রোহিতদের ‘পরীক্ষা’ নিতে চাইছেন কিউয়ি ক্যাপ্টেন

Mar 02, 2025 | 2:19 PM

ICC Champions Trophy 2025: চলতি মিনি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ রান তাড়া করে জিতেছিল রোহিত শর্মার ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেই সুযোগ নেই। বোলারদের বাড়তি কাজ থাকবে আজ।

IND vs NZ, CT 2025: ভারতকে তাড়াতাড়ি চাপ দিতে চাই... সেমির আগে রোহিতদের পরীক্ষা নিতে চাইছেন কিউয়ি ক্যাপ্টেন
দুবাইতে মুখোমুখি রোহিত-স্যান্টনাররা

Follow Us

দুবাই: পয়েন্ট টেবলের শীর্ষস্থানে থাকতে কে চায়। ক্লাসের ফাস্ট বয়/গার্ল হওয়া যেমন গর্বের, তেমনই ২২ গজেও প্রতিটি দলই চায় প্রথম স্থানে থাকতে। মরুশহরে আজ সেই শীর্ষস্থানের লড়াই ভারত ও নিউজিল্যান্ডের। রোহিত শর্মার টিম ইন্ডিয়া চাইবে অপরাজিত থেকে সেমিফাইনালে যেতে। অন্যদিকে মিচেল স্যান্টনারের কিউয়ি টিমেরও লক্ষ্য ফাস্ট বয় তকমা নিয়ে শেষ চারে যাওয়ার। এই পরিস্থিতিতে এক কড়া টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এই ম্যাচ টিম ইন্ডিয়া ও বিরাট কোহলির জন্য বিশেষ। কারণ আজ, রবিবার বিরাট ওডিআই কেরিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে চলেছেন। আর এই ম্যাচে টস জিতলেন মিচেল স্যান্টনার। প্রথমে রোহিতদের ব্যাটিংয়ে পাঠালেন কিউয়ি অধিনায়ক।

দুবাইতে মিনি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসের সময় কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “আমরা প্রথমে বোলিং করব। উইকেট ভালো দেখাচ্ছে। ভারত এখানে ২টো ম্যাচ খেলেছে। প্রথমে আমাদের বোলারদের দিয়ে ওদের উপর চাপ তৈরি করতে চাই। তারপর রান তাড়া করব। আমরা জানি এই ম্যাচের পর সেমিফাইনাল খেলার জন্য আমাদের লাহোরে যেতে হবে। তার আগে আমাদের এখানে কাজটা করে যেতে হবে। আলাদা পরিবেশে আমরা কেমন চ্যালেঞ্জ সামলাতে পারি, সেটাও দেখতে পাব। একাদশে আজ একটাই পরিবর্তন। ডেভন কনওয়ের জায়গায় একাদশে এসেছে ড্যারেল মিচেল।”

টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করতে চাইছিলাম। প্রথম ২টো ম্যাচে তো রান তাড়া করেছিলাম। এ বার দলের বোলারদের সামনে চ্যালেঞ্জ। যে ওরা কীভাবে প্রতিপক্ষকে আটকায়। আমাদের বোলিং বিভাগ বেশ ভালো। পেসার, স্পিনাররা একসঙ্গে কাজ করে। হর্ষিত রানার বদলে একাদশে আজ বরুণ চক্রবর্তী।”

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ – রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও’রুরকি।

Next Article