IND vs NZ: বিশ্রামে বুমরা, ফিরলেন সিরাজ; মুম্বই টেস্টে মর্যাদা রক্ষা করতে পারবে রোহিত ব্রিগেড?

Nov 01, 2024 | 10:38 AM

India vs New Zealand, 3rd Test: কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিততে না পারলে ভারতের পয়েন্ট কম হবে। যা প্রভাব ফেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে।

IND vs NZ: বিশ্রামে বুমরা, ফিরলেন সিরাজ; মুম্বই টেস্টে মর্যাদা রক্ষা করতে পারবে রোহিত ব্রিগেড?
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ।
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: শুক্র-সকালে শুরু হল ভারতের মর্যাদা রক্ষার লড়াই। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস হেরেছেন হিটম্যান, কিন্তু ম্যাচ ভারত একেবারেই হারতে চায় না। ইতিমধ্যেই কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিততে না পারলে ভারতের পয়েন্ট কম হবে। যা প্রভাব ফেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে। ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুই দলে হয়েছে কয়েকটি পরিবর্তন। জেনে নিন কেমন হল মুম্বই টেস্টে ভারত ও নিউজিল্যান্ডের একাদশ।

ভারতীয় টিম অজি সফরে যাওয়ার আগে এই টেস্টটা জিততে চাইছে। ক্লিনসুইপ আটকানোর জন্য আজ একাদশে একটি পরিবর্তন হয়েছে ভারতের। টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা বুঝতে পেরেছি এবং স্বীকার করেছি যে এই সিরিজে ভালো খেলতে পারিনি। আরও একটা সুযোগ পেয়েছি সেখানে কিছু জিনিস ঠিক করতে পারি। পিচ তো ভালোই দেখাচ্ছে। আশা করছি ওদের খুব তাড়াতাড়ি আটকে দিতে পারব। এবং ব্যাটিংয়ে ফোকাস করতে পারব। এই টেস্ট ম্যাচে ভালো পারফর্ম করতে চাই। কী হয়েছে, সামনে কী আছে সেটা না ভেবে বর্তমানে থাকা দরকার। এবং এই ম্যাচে ফোকাস করা দরকার। এই সিরিজে যেটা করতে পারিনি আমরা এ বার এই ম্যাচে সেটা করতে চাই। আজ একাদশে একটা পরিবর্তন। বুমরার শরীর ভালো নেই। ওর পরিবর্তে একাদশে এসেছে মহম্মদ সিরাজ।’

এই খবরটিও পড়ুন

বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুমরার শরীর খারাপ। তাই তিনি নেই মুম্বই টেস্টে।

কিউয়ি ক্যাপ্টেন টম ল্যাথাম টস জিতে বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ ভালোই লাগছে। স্কোরবোর্ডে ভালো রান তুলতে চাই। এই ম্যাচেই আমাদের যাবতীয় ফোকাস। পুনেতে দ্বিতীয় টেস্টের পর আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। বেঙ্গালুরুতে আমরা যেমন পারফর্ম করেছি, সেটা অসাধারণ। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পরের টেস্টের জন্য মনোনিবেশ করেছিলাম। এই ম্যাচে আরও একটা নতুন সুযোগ পাচ্ছি। মিচেল স্যান্টনারের সাইড স্ট্রেন রয়েছে। টিম সাউদিও এই ম্যাচে নেই। তাঁদের পরিবর্তে ম্যাট হেনরি ও ঈশ সোধি একাদশে এসেছে।’

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের একাদশ – ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম বান্ডেল, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, ঈশ সোধি, ম্যাট হেনরি, এজাজ প্যাটেল, উইলিয়াম ও’রুরকি।

Next Article