T20 World Cup 2022: পাকিস্তানকে হালকাভাবে নিলে ডুবতে হবে, বলে দিচ্ছেন নিউজিল্যান্ডের এই পেসার!
বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর টিম কারা? ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডের নামও করবেন ক্রিকেট ভক্তরা। দক্ষিণ আফ্রিকার কাছে রোহিত শর্মারা হেরেছেন। কিন্তু কেন উইলিয়ামসনের টিম এখনও একটাও ম্যাচ হারেনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইলিস্টরা এ বারও দুরন্ত ছন্দে।

সিডনি: বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর টিম কারা? ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডের নামও করবেন ক্রিকেট ভক্তরা। দক্ষিণ আফ্রিকার কাছে রোহিত শর্মারা হেরেছেন। কিন্তু কেন উইলিয়ামসনের টিম এখনও একটাও ম্যাচ হারেনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইলিস্টরা এ বারও দুরন্ত ছন্দে। আগে ব্যাট করলে প্রতি ম্যাচে প্রতিপক্ষের সামনে বিশাল টার্গেট খাড়া করছেন কিউয়িরা। রান তাড়া করতে নেমেও একই রকম বিস্ফোরক। অস্ট্রেলিয়ার মাটিতে কাপ জেতার লড়াইয়ে এ বার এক নম্বর টিম হিসেবে বিবেচিত নিউজিল্যান্ড। সেমিফাইনালে উইলিয়ামসনরা নামবেন পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ লিগে যাই হোক না কেন, শেষ চারের লড়াই যে অন্য রকম হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। হারতে হারতে দুরন্ত ছন্দে ফেরা পাক টিম যে কোনও প্রতিপক্ষকে চমকে দিতে পারে, তা মাথায় রাখছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তাই পাকিস্তানকে যথেষ্ট গুরুত্বও দিচ্ছেন ক্রিকেটাররা। টিম সাউদির (Tim Southee) মতো অভিজ্ঞ ক্রিকেটার কী বলছেন, তুলে ধরল TV9Bangla।
সাউদি যেমন বলেই দিচ্ছেন, ‘যে টিমগুলো সেমিফাইনালে পৌঁছেছে, তাদের সবারই ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। গত কয়েক মাসের হিসেব ধরলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলেছি। ওরা যে কতটা ভয়ঙ্কর, খুব ভালো করেই জানি। ওরা খুব ভালো করেই জানত, সেমিতে পৌঁছনোর খুব একটা সুযোগ ওদের নেই। সে সব ভুলে ওরা কিন্তু নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছিল। পাকিস্তান টিম কিন্তু সেমিফাইনালে আমাদের জন্য বিরাট বাধা।’
পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড। ভারত কিংবা ইংল্যান্ড হবে প্রতিপক্ষ। গত বার ফাইনালে অজিদের কাছে হেরে যাওয়া কিউয়িরা এ বার এক-একটা ম্যাচ ধরে এগোতে চাইছে। সাউদির কথায়, ‘ফাইনালে পৌঁছতে হলে আমাদের এখনও অনেক ক্রিকেট খেলতে হবে। ফাইনাল নিয়ে ভাবনার আগে পাকিস্তান টিমকে নিয়ে অঙ্ক সাজাতে হবে। ওরা কোয়ালিটি টিম। ওদেরকে টপকে যেতে হলে আমাদের কিন্তু সেরাটা দিতে হবে। যে কোনও টুর্নামেন্টের সেমিফাইনাল সব সময় আকর্ষনীয় হয়। আশা করছি, যে ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেই ছন্দে ধরে রাখতে পারব।’





