Nitish Kumar Reddy: টিম ইন্ডিয়ার নতুন পোস্টার বয়! ফাইফার স্টার স্টার্কের বিরুদ্ধে আগুনে মেজাজে নীতীশ রেড্ডি

IND vs AUS: অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে সাতে নেমে সুপারস্টারের মতোই খেলেছেন নীতীশ কুমার রেড্ডি। মিচেল স্টার্কের বিরুদ্ধে তাঁর মারা একটি ছয় ও বোল্যান্ডের বিরুদ্ধে তাঁর রিভার্স স্কুপে ছক্কা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে।

Nitish Kumar Reddy: টিম ইন্ডিয়ার নতুন পোস্টার বয়! ফাইফার স্টার স্টার্কের বিরুদ্ধে আগুনে মেজাজে নীতীশ রেড্ডি
Nitish Kumar Reddy: টিম ইন্ডিয়ার নতুন পোস্টার বয়! ফাইফার স্টার স্টার্কের বিরুদ্ধে জ্বলে উঠলেন নীতীশ রেড্ডি
Follow Us:
| Updated on: Dec 06, 2024 | 2:38 PM

কলকাতা: কে মিচেল স্টার্ক, কে স্কট বোল্যান্ড… কাউকেই যেন তোয়াক্কা করছেন না বছর একুশের নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ভারতীয় টিমের নয়া পোস্টার বয় হয়ে ওঠার পথে পা বাড়িয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের এই ছেলে। তাঁকে দেখে কে বলবে অ্যাডিলেডে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন। সে কথা তাই বলছিলেন না ধারাভাষ্যকাররাও। সাতে নেমে সুপারস্টারের মতোই খেলেছেন নীতীশ। স্টার্কের বিরুদ্ধে তাঁর মারা একটি ছয় ও বোল্যান্ডের বিরুদ্ধে তাঁর রিভার্স স্কুপে ছক্কা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে।

একের পর এক উইকেট হারানোর মাঝেও ভারতের হয়ে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করে যান নীতীশ। ৪১তম ওভারের প্রথম বলে মিচেল স্টার্ক আসেন আক্রমণ। ১৪০.২ কিমি/ঘণ্টা গতিবেগের ডেলিভারিতে দারুণ ছক্কা হাঁকান নীতীশ। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

এই খবরটিও পড়ুন

শুধু স্টার্কের বিরুদ্ধেই নয়, নীতীশ আগুন ঝরিয়েছেন স্কট বোল্যান্ডের বিরুদ্ধেও। ৪২ম ওভারের দ্বিতীয় বলে তাঁর বিরুদ্ধে এক দৃষ্টিনন্দনকারী রিভার্স স্কুপে ছক্কা হাঁকান নীতীশ। অজি ধারাভাষ্যকাররা তাঁর এই শট দেখে প্রশংসায় ভরিয়ে দেন। ওই ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

ম্যাচের একটা সময় মনে হচ্ছিল লড়াইটা হচ্ছে স্টার্ক বনাম নীতীশের। ৪৩ তম ওভারে স্টার্কের পঞ্চম বল সরাসরি নীতীশের হেলমেটে লাগে। সঙ্গে সঙ্গে ফিজিয়ো এসে পরীক্ষা করেন। কনকাশন টেস্টের সময় নীতীশ জানিয়ে দেন তিনি ঠিক আছেন। তারপর অবশ্য বেশিক্ষণ আর ক্রিজে থাকা হয়নি তাঁর। ৪৫তম ওভারের প্রথম বলে নীতীশকে ফেরান স্টার্ক। ৫৪ বলে ৪২ রান করেন ডান হাতি তরুণ ব্যাটার। এই ইনিংসে তিনি মেরেছেন ৩টি চার ও ৩টি ছয়। ভারতের প্রথম ইনিংসে সর্বাধিক স্কোর তাঁরই। প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে রোহিতব্রিগেড।