KKR vs LSG: আশার আলো, কেকেআর বনাম লখনউ ম্যাচ ইডেনে! এল নতুন আপডেট…
IPL 2025, KKR vs RCB: ম্যাচের ভবিষ্যৎ এখনও ঝুলে। কলকাতা পুলিশের একটা চিঠি, আর তাতেই যত সমস্যার উৎপত্তি। কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য, সব মিলিয়ে ধোঁয়াশা যেন বাড়ছেই।

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ কি সরছে? কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ কি ইডেন গার্ডেন্সেই হতে চলেছে। সম্ভাবনা দুটোই রয়েছে। গত কাল অবধি পরিস্থিতি যেদিকে ছিল, ৬ এপ্রিলের ম্যাচ গুয়াহাটিতে সরতে পারে। কিন্তু পরিস্থিতি কিছুটা বদলেছি কি না, এই নিয়েই ধন্দ। ৬ এপ্রিলের ম্যাচের ভবিষ্যৎ এখনও ঝুলে। কলকাতা পুলিশের একটা চিঠি, আর তাতেই যত সমস্যার উৎপত্তি। কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য, সব মিলিয়ে ধোঁয়াশা যেন বাড়ছেই।
গত ১ মার্চ বাংলা ক্রিকেট সংস্থাকে একটি চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানায়, ৬ তারিখ রামনবমী রয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে ওই দিন ম্যাচ আয়োজন করা সমস্যার। সেই মতো বোর্ডকে তা জানায় সিএবি। এরপরই বিকল্প ভেনু হিসেবে উঠে আসে গুয়াহাটির নাম। ব্রডকাস্টিং সেট আপ সেখানে রয়েছে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে সমস্যা নেই। সিএবির সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক হয়। এই বিষয়টি বোর্ডকে জানায় সিএবি। এখনও বোর্ডের কোর্টে বল। এবং নিরাপত্তার বিষয়টি বারবার করে উল্লেখ করছে কলকাতা পুলিশ। আজ সিপির মন্তব্যেও তাও পরিষ্কার। তা হলে আচমকা বিকেলে কলকাতা পুলিশের ওই পোস্টের অর্থ ঠিক কী? সেটাই খুঁজে বেরাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
নিরাপত্তাজনিত কারণের কথা আগেই উল্লেখ করে সিএবিকে চিঠি দিয়েছিল কলকাতা পুলিশ। শুক্রবার সকাল পর্যন্ত খবর ছিল, ম্যাচ সরছে গুয়াহাটিতে। বিকেলেই কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পোস্ট। এর প্রেক্ষিতে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ম্যাচটি কলকাতায় করার যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের সঙ্গে কথা চলছে সিএবির। বোর্ডের তরফ থেকেও এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
এই ম্যাচ নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘৬ তারিখ শহর জুড়ে বিভিন্ন জায়গায় রামনবমী কর্মসূচি হবে। সেই সময়ই ম্যাচ চলবে। আমরা বোর্ডকে প্রস্তাব দিয়েছিলাম ৬ তারিখ ছাড়া অন্য যেকোনও দিন হলে আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বোর্ডের তরফ থেকে এখনও কোনও নির্দেশিকা আসেনি। যেমন নির্দেশিকা আসবে সেই মতোই আমরা ব্যবস্থাপনা নেব। তবে আমাদের যে সিদ্ধান্ত হবে সেটা জনসাধারণের নিরাপত্তাকে মাথায় রেখেই হবে।’
স্বাভাবিক ভাবেই পুলিশ কমিশনারের এই মন্তব্যের পর আবারও একটা ক্ষীণ আশা, তা হলে কি ম্যাচ কলকাতাতেই হচ্ছে? যদিও কোনও দিক থেকেই ধোঁয়াশা কাটছে না। বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। কলকাতার ক্রিকেট প্রেমীরা নিশ্চিত ভাবেই চাইছেন, ম্যাচ ইডেনেই হোক।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





