AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ‘বয়স নিয়ে কেউ ডিসকাউন্ট দেবে না,’ আগামী IPL নিয়ে অকপট মহেন্দ্র সিং ধোনি

IPL 2024: সদ্য ১৭তম আইপিএল খেলে রাঁচিতে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ ছুঁই ছুঁই ধোনি ভালো মতোই জানেন এই বয়সে খেলা চালিয়ে যাওয়ার জন্য তাঁর ফিট থাকা কতটা জরুরি। যে কারণে তাঁর মুখে বার বার ফিটনেসের কথা আসে। 

MS Dhoni: 'বয়স নিয়ে কেউ ডিসকাউন্ট দেবে না,' আগামী IPL নিয়ে অকপট মহেন্দ্র সিং ধোনি
MS Dhoni: 'বয়স নিয়ে কেউ ডিসকাউন্ট দেবে না,' আগামী IPL নিয়ে অকপট মহেন্দ্র সিং ধোনিImage Credit: BCCI
| Updated on: May 21, 2024 | 3:44 PM
Share

কলকাতা: সিএসকের এ বারের আইপিএল যাত্রা শেষ। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এখনও জানাননি তিনি আগামী আইপিএলে খেলবেন কিনা। সিএসকে (CSK) টিম ম্যানেজমেন্টকে ধোনি জানিয়েছেন, তিনি কয়েকটা মাস ভাবার জন্য সময় নিতে চান। তারপর অবসর সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন। ৪৩ ছুঁই ছুঁই ধোনি ভালো মতোই জানেন এই বয়সে খেলা চালিয়ে যাওয়ার জন্য তাঁর ফিট থাকা কতটা জরুরি। যে কারণে তাঁর মুখে বার বার ফিটনেসের কথা আসে।

সম্প্রতি দুবাই আউ ১০৩.৮ ইউটিউব চ্যানেলে ধোনি ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে খোলামেলা জানিয়েছেন। তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন হল আমি সারা বছর ক্রিকেট খেলি না। তাই আমার ফিট থাকাটা জরুরি। আর যখন ক্রিকেট খেলতে যাই সেই সময় তরুণ এবং ফিট ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে হয়। যাঁরা আন্তর্জাতিক স্তরেও খেলে। পেশাদারের মতো খেলা এতটাও সহজ নয়। বয়স নিয়ে কেউ ডিসকাউন্ট দেবে না।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনির কাছে অনেক সময় ছিল। যে সময় তিনি নিজের মতো একটা পরিকল্পনা করে নেন অবসর যাপনের। তিনি বলেন, ‘যখন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলাম, আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চেয়েছিলাম। কিন্তু একই সঙ্গে মানসিক ভাবে সক্রিয় থাকতে চেয়েছিলাম। ফোকাসড থাকতে চেয়েছিলাম। আমি ফার্মিং করতে ভালোবাসি। মোটরবাইকের প্রতি ভালোবাসা আমার ছিলই। এখন ভিন্টেজ গাড়ির প্রতিও ভালোবাসা হয়েছে। আমার পোষ্যরা রয়েছে। ওদের ভালোবাসি। সময় কেটে যায়। এই জিনিসগুলো আমাকে চাপমুক্ত করে।’

আপাতত ধোনির এখন ছুটি। রাঁচিতে নিজের ফার্ম হাউসে সময় কাটাচ্ছেন তিনি। এরই মাঝে নিজের শহরে তিনি বেরিয়ে পড়েছিলেন বাইক নিয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

এ বার ফের একটা বছর সময় পাবেন ধোনি। যে ভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন ধোনি, তাতে আগামী আইপিএলে তিনি খেলতেই পারেন। আর তাঁর অনুরাগীরা সেটাই দেখতে চাইছেন।