Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Team India: বার্ষিক মাইনেতে পিছনে ফেলেছেন বিরাট-রোহিতকেও! নাম জানলে চমকে যাবেন?

বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মাদের বোর্ডের (BCCI) বার্ষিক চুক্তি ও আইপিএল (IPL) টিম থেকে এক বছরে আয় কত। বার্ষিক মাইনেতে ভারতের এক তারকা ক্রিকেটার পিছনে ফেলে দিয়েছেন বিরাট-রোহিতকেও। কে তিনি? 

Team India: বার্ষিক মাইনেতে পিছনে ফেলেছেন বিরাট-রোহিতকেও! নাম জানলে চমকে যাবেন?
Team India: বার্ষিক মাইনেতে পিছনে ফেলেছেন বিরাট-রোহিতকেও! নাম জানলে চমকে যাবেন?Image Credit source: Santanu Banik/Speed Media/Icon Sportswire via Getty Images
Follow Us:
| Updated on: Feb 01, 2025 | 7:32 PM

মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ, শনিবার তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন তিনি। সাধারণ মানুষের এই বাজেট নিয়ে বিরাট প্রত্যাশা ছিল। কেন্দ্রীয় সরকার আয়কর নিয়ে যে ঘোষণা করেছেন, তাতে বড়সড় স্বস্তি মিলেছে মধ্যবিত্তদের। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর শূন্য। এই পরিস্থিতিতে সর্বক্ষেত্রে আলোচনা চলছে এ বার থেকে কাকে কত টাকা আয়কর দিতে হবে। ভারতের তারকা ক্রিকেটাররা আর্থিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এক ঝলকে দেখে নিন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মাদের বোর্ডের (BCCI) বার্ষিক চুক্তি ও আইপিএল (IPL) টিম থেকে এক বছরে আয় কত। বার্ষিক মাইনেতে ভারতের এক তারকা ক্রিকেটার পিছনে ফেলে দিয়েছেন বিরাট-রোহিতকেও। কে তিনি?

1. বিরাট কোহলি আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে বিরাট কোহলিকে ২১ কোটি টাকায় রিটেন করে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – এ+ এ রয়েছেন বিরাট কোহলি। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৭ কোটি। অর্থাৎ এর থেকে কোহলির বার্ষিক আয় মোট ২৮ কোটি।

2. রোহিত শর্মা আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ১৬.৩০ কোটি টাকায় রিটেন করে রেখেছিল।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – এ+ এ রয়েছেন রোহিত শর্মা। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৭ কোটি। অর্থাৎ এর থেকে রোহিতের বার্ষিক আয় মোট ২৩.৩০ কোটি।

3. হার্দিক পান্ডিয়া আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স ১৬.৩৫ কোটি টাকায় রিটেন করে রেখেছিল।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – এ-তে রয়েছেন হার্দিক পান্ডিয়া। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৫ কোটি। অর্থাৎ এর থেকে হার্দিকের বার্ষিক আয় মোট ২১.৩৫ কোটি।

4. ঋষভ পন্থ আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

লখনউ সুপার জায়ান্টস এ বারের আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – বি-তে রয়েছেন পন্থ। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৩ কোটি। অর্থাৎ এর থেকে পন্থের বার্ষিক আয় মোট ৩০ কোটি।

5. শ্রেয়স আইয়ার আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কেনে পঞ্জাব কিংস। আগামী আইপিএলে তিনি পঞ্জাবের নতুন ক্যাপ্টেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার। তার আগে ২০২২-২৩ মরসুমে তিনি ভারতীয় বোর্ডের চুক্তি অনুযায়ী গ্রেড -বি-তে ছিলেন। এবং ৩ কোটি টাকা পেতেন।

6. রিঙ্কু সিং আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় রিটেন করে রাখে কলকাতা নাইট রাইডার্স।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – সি-তে রয়েছেন রিঙ্কু সিং। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ১ কোটি। অর্থাৎ এর থেকে রিঙ্কুর বার্ষিক আয় মোট ১৪ কোটি টাকা।

৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে